ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে প্রার্থীদের। আগামী ১৬ মে, ২০২৩ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নেওয়া হবে এই ইন্টারভিউ। সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: স্নাতকদের জন্য চাকরির দারুন সুযোগ! প্রচুর পদে নিয়োগ পাওয়ারগ্রিডে! শীঘ্রই শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া
advertisement
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) |
পদের নাম | কন্ট্রাক্ট মেডিকেল অফিসার – ফিল্ড ডিউটি (এফএমও) |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ | ১৬.০৫.২০২৩ |
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা আবশ্যক।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের কোনও উর্ধ্বসীমা রাখা হয়নি।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
এই পদে নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন হবে ১০৫০০০ টাকা।
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে নিয়োগ, আজই আবেদন করুন
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের ধরন
চুক্তির ভিত্তিতেই এই পদে প্রার্থী নিয়োগ করা হবে।
ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আবেদনপত্র পূরণ করে তার দুটি কপি এবং অন্যান্য জরুরি নথিপত্র নিয়ে নির্ধারিত দিনে সময়সীমার মধ্যে উপস্থিত থাকতে হবে এই ঠিকানায় ONGC, AAFB Exploratory Asset, Srikona, Silchar। সময় পেরিয়ে যাওয়ার পরে সেখানে উপস্থিত হলেও কোনও পরিস্থিতিতে তা গ্রাহ্য করা হবে না।