গুরুত্বপূর্ণ তারিখ:
গেট (GATE) অনলাইন আবেদন প্রক্রিয়া- ৩০ আগস্ট, ২০২২- ৩০ সেপ্টেম্বর, ২০২২
গেট ২০২৩ পরীক্ষা- ৪/৫/১১/১২ ফেব্রুয়ারি, ২০২৩
গেট-২০২৩ পরীক্ষার ফলাফলের ঘোষণা- ১৬ মার্চ, ২০২৩
ONGC-তে এপ্রিল/মে ২০২৩ (অস্থায়ীভাবে) তারিখ থেকে অনলাইন আবেদন পূরণের জন্য www.ongcindia.com লিঙ্ক খোলা হবে।
বিভিন্ন শাখা ও আবেদনের যোগ্যতা:
১ এইই (সিমেন্টিং)- ন্যূনতম ৬০% নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
advertisement
২ এইই (সিমেন্টিং)- ন্যূনতম ৬০% নম্বর-সহ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
৩ এইই (সিভিল)- ন্যূনতম ৬০% নম্বর-সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
৪ এইই (ড্রিলিং)- ন্যূনতম ৬০% নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
৫ এইই (ড্রিলিং)- ন্যূনতম ৬০% নম্বর-সহ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
৬ এইই (ইলেক্ট্রিক্যাল)- ন্যূনতম ৬০% নম্বর-সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
৭ এইই (ইলেক্ট্রনিক্স) – ন্যূনতম ৬০% নম্বর-সহ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ন্যূনতম ৬০% নম্বর-সহ টেলিকম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ন্যূনতম ৬০% নম্বর-সহ ইএন্ডটি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ফিজিক্স সহ ইলেক্ট্রনিক্সে স্নাতকোত্তর ডিগ্রি
৮ এইই (ইনস্ট্রুমেন্টেশন)- ন্যূনতম ৬০% নম্বর সহ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
৯ এইই (মেকানিক্যাল)- ন্যূনতম ৬০% নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
১০ এইই (প্রোডাকশন)- ন্যূনতম ৬০% নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
১১ এইই (প্রোডাকশন- কেমিক্যাল) ন্যূনতম ৬০% নম্বর-সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
১২ এইই (প্রোডাকশন)- পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লাইড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬০% নম্বর-সহ স্নাতক ডিগ্রি
১৩ এইই(এনভায়রমেন্ট) ন্যূনতম ৬০% নম্বর-সহ এনভায়র্নমেন্ট ইঞ্জিনিয়ারিং / এনভায়োরমেন্ট সায়েন্সে স্নাতক অথবা এম.টেক./এমই এবং ন্যূনতম ৬০% নম্বর-সহ এনভায়োরমেন্টে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
১৪ এইই (রিজার্ভার)- জিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি (বি.এসসিতে ম্যাথমেটিক্স / ফিজিক্স থাকতে হবে)/ ন্যূনতম ৬০% নম্বর-সহ কেমেস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি (বি.এসসিতে ম্যাথমেটিক্স / ফিজিক্স থাকতে হবে)/ ন্যূনতম ৬০% নম্বর-সহ জিওফিজিক্সে স্নাতকোত্তর ডিগ্রি (বি.এসসিতে ম্যাথমেটিক্স / ফিজিক্স থাকতে হবে)।
১৫ কেমিস্ট- ন্যূনতম ৬০% নম্বর-সহ কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি
১৬ জিওলজিস্ট– ন্যূনতম ৬০% নম্বর-সহ জিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম ৬০% নম্বর সহ পেট্রোলিয়াম জিওসায়েন্সে এম. টেক, পেট্রোলিয়াম জিওলজিতে এম.এসসি. ডিগ্রি অথবা ন্যূনতম ৬০% নম্বর-সহ এম. টেক থাকতে হবে
১৭ জিওফিজিসিস্ট (সারফেস)- ন্যূনতম ৬০% নম্বর-সহ জিওফিজিক্সে স্নাতকোত্তর ডিগ্রি বা জিওফিজিক্যাল টেকনোলজি ন্যূনতম ৬০% নম্বর-সহ এম. টেক ডিগ্রি।
১৮ জিওফিজিসিস্ট (ওয়েলস)- ন্যূনতম ৬০% নম্বর-সহ জিওফিজিক্সে স্নাতকোত্তর ডিগ্রি বা জিওফিজিক্যাল টেকনোলজিতে ন্যূনতম ৬০% নম্বর-সহ এম. টেক ডিগ্রি থাকতে হবে।
১৯ মেটেরিয়ালস ম্যানেজমেন্ট অফিসার- ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬০% নম্বর-সহ স্নাতক ডিগ্রি
২০ প্রোগ্রামিং অফিসার - ন্যূনতম ৬০% নম্বর-সহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ন্যূনতম ৬০% নম্বর-সহ ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি, ন্যূনতম ৬০% নম্বর-সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি, ন্যূনতম ৬০% নম্বর-সহ কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি।
২১ ট্রান্সপোর্ট অফিসার- ন্যূনতম ৬০% নম্বর-সহ অটো ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ন্যূনতম ৬০% নম্বর-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
২২ এইই (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং)- ন্যূনতম ৬০% নম্বর-সহ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
আরও পড়ুন: আশা সিলেকশন কমিটিতে বিভিন্ন পদে নিয়োগ! মাধ্যমিক পাশ হলেই করতে পারেন আবেদন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (Oil and Natural Gas Corporation) |
পদের নাম: | ক্লাস-১ এক্সিকিউটিভ |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | বিশদ দেখুন |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | বিশদ দেখুন |
বেতন:
ই-১ স্তরের প্রার্থীদের মাসিক ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা বেতন দেওয়া হবে। মাসিক বেতন ছাড়াও প্রার্থীদের অন্যান্য সুবিধে দেওয়া হবে।
আরও পড়ুন: দেহব্যাবসা করে যৌন-রূপান্তর! ৭টি আন্তর্জাতিক সৌন্দর্যের মুকুট তাঁর জয়ের ঝুলিতে
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং গেট-২০২৩-এর গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্টে আবেদন করতে এবং উপস্থিত হতে হবে।
গেটে বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর ম্যানেজমেন্টের দ্বারা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বিচার করা হবে। এরপর প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্য বিষয় জানতে নিচের ওয়েবসাইটের লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/09/ONGC-1.pdf ক্লিক করে জানতে পারেন