অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | অয়েল ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | ডোমেন এক্সপার্ট |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০১.০৩.২০২৩ |
অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের ফরেস্ট, ওয়াইল্ডলাইফের রুল এবং রেগুলেশন সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজন। উত্তর-পূর্ব ভারত এবং দেশের বিভিন্ন অঞ্চলের হাইড্রোকার্বন প্রজেক্ট সম্পর্কে স্বাভাবিক জ্ঞান থাকা প্রয়োজন। ফরেস্ট, ওয়াইল্ডলাইফ/ সিআরজেড/ পিইএসও/ পিএনজিআরবি ইত্যাদি সংক্রান্ত পাবলিক হিয়ারিংয়ে বিশেষ জ্ঞান থাকা আবশ্যক।
এছাড়াও প্রার্থীকে ইংরেজি বলা, পড়া এবং লেখায় পারদর্শী হতে হবে এবং এই উদ্দেশ্যে প্রয়োজনীয় কম্পিউটারের বিশেষ দক্ষতা থাকতে হবে, বিশেষ করে এমএস অফিসে।
আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রায় দেড় হাজার কর্মী নিয়োগ, চাকরির জন্য আবেদন করুন
অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: অভিজ্ঞতা
বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের আপস্ট্রিম অয়েল ও গ্যাস ইন্ডাস্ট্রিতে ন্যূনতম ৩০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যার মধ্যে ন্যূনতম ১০ বছর অবশ্যই ফরেস্ট, ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়গুলি পরিচালনাকারী কোনও বিভাগে থাকতে হবে)।
অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে।
অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
ডিরেক্টর- ১০,০০০ টাকা/দিন
সিজিএম/জিজিএম- ৯,০০০ টাকা/দিন
জিএম- ৯,০০০ টাকা/দিন
ডিজিএম- ৮,০০০ টাকা/দিন
আরও পড়ুন: ইন্ডিয়ান আর্মিতে চাকরির জন্য আজই আবেদন করুন, বিপুল পদে নিয়োগ! জেনে নিন বয়সসীমা
অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
কাজের মেয়াদকাল ২ বছরের।
অয়েল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্রটি এই ঠিকানায় পাঠাতে হবে, ‘ED(HR), Oil India Limited, Plot No. 19, Sector 16A, Noida – 201301’। যোগাযোগের মেল আইডি: de_environment@oilindia.in।