আবেদনের তারিখঃ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
বিজ্ঞপ্তি নম্বর- 10220914
আরও পড়ুনঃ ৩৫ টুকরো তরুণী শরীর ১৮ দিনে ছড়িয়ে পড়ল গোটা দিল্লি! প্রেমিক আফতাবের নৃশংসতায় মাথা হেঁট
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণঃ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ | সংখ্যা |
ডেপুটি ম্যানেজার (এইচআরডি)/ইও২ | ১০ |
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এনভায়রনমেন্ট)/ইও৫ | ১ |
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মেকানিক্যাল)/ইও৫ | ১ |
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ডেসপ্যাচ)/ইও৫ | ১ |
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ই অ্যান্ড আই) /ইও৫ | ১ |
ডেপুটি ম্যানেজার (রিফ্যাক্ট্রি)/ইও২ | ৩ |
ডেপুটি ম্যানেজার (ফিনান্স)/ইও২ | ৪ |
ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) /ইও২ | ৩ |
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সিকিউরিটি)/ইও৫ | ১ |
ডেপুটি ম্যানেজার (সিস্টেম)/ ইও২ | ১ |
ডেপুটি ম্যানেজার (জিওলজি) /ইও২ | ১ |
এজিএম (জিওলজি)/ ইও৫ | ১ |
ডেপুটি ম্যানেজার (সার্ভে)/ইও২ | ১ |
ডেপুটি ম্যানেজার(মাটেরিয়ালস)/ইও২ | ৬ |
ডেপুটি ম্যানেজার (হর্টিকালচার)/ ইও২ | ৪ |
ডেপুটি ম্যানেজার (সিস্টেম)/ ইও২ | ১ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড |
পদের নাম | ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৩৯ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১০.১২.২০২২ |
আরও পড়ুনঃ নবোদয় বিদ্যালয়ে মেগা নিয়োগ! এখনই আবেদন করুন
আবেদনের যোগ্যতাঃ
ডেপুটি ম্যানেজার (এইচআরডি)/ ইও২ পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ডিসিপ্লিনে ডিপ্লোমা থাকা অপরিহার্য। যে সকল প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট বা সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে তাঁরাও আবেদনের যোগ্য।
নির্বাচন পদ্ধতিঃ
প্রার্থীদের প্রথমে মেধার ভিত্তিতে শর্টলিস্টিং করা হবে। এরপর বাছাই করা প্রার্থীদের গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বর, ২০২২ তারিখ বা তার আগে NALCO-এর অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার বিভাগে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।