গুরুত্বপূর্ণ তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ৪৫ দিনে মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময় সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | মিনিস্ট্রি অফ সায়েন্স এবং টেকনোলজি |
পদের নাম | ডেপুটেশনের ভিত্তিতে পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-কাম-স্টোর কিপার |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনে মধ্যে |
আরও পড়ুনঃ ইডি-তে চাকরির সুযোগ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে প্রচুর পদে নিয়োগ চলছে
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আবেদনপত্রের নিম্নলিখিত নথিগুলি সংযুক্ত করতে হবে—
১. ক্যাডার ক্লিয়ারেন্স
২. বিস্তারিত বায়োডেটা
৩. প্রত্যেকটি পৃষ্ঠায় যথাযথ ভাবে রাবার স্ট্যাম্প-সহ অ্যাটাস্টেড করা কনফিডেন্সিয়াল রিপোর্ট/ গত পাঁচ বছরের অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপরাইজাল রিপোর্ট
৪. ভিজিল্যান্স ক্লিয়ারেন্স
৫. ইন্টিগ্রেটি সার্টিফিকেট
৬. গত ১০ বছরে প্রার্থীর ছোটবড় কোনও ধরনের শাস্তি বা জরিমানা হয়ে থাকে তার বিবরণ।
নির্বাচন প্রক্রিয়া:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-কাম-স্টোর কিপার পদে নির্বাচনের জন্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীকে ৫ বছরের জন্য কাজের মেয়াদ দেওয়া হবে
বেতন:
বেতন লেভেল ৪
পে স্কেল: ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা
বয়সসীমা:
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা:
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
অথবা, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১ বছরের বুক কিপিং বা স্টোর কিপিংয়ে ডিপ্লোমা-সহ যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের কোনও মিনিস্ট্র্যাল বা আন্ডারটেকিং স্টোর বা অ্যাকাউন্ট পরিচালনায় ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন
আরও পড়ুনঃ এআইআর ইন্ডিগোতে চাকরির সুযোগ, বিস্তারিত জানতে পড়ুন
আবেদন পদ্ধতি:
মিনিস্ট্রি অফ সায়েন্স এবং টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে WWW.RECRUITMENT.DST.GOV.IN যেতে হবে।
ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশাবলী অনুসারে আবেদনপত্র পূরণ করতে হবে।
তারপর খামের উপর স্পষ্ট করে লিখতে হবে— APPLICATION FOR THE POST ASSISTANT MANAGER-CUM-STORE KEEPER।
এ ভাবে আবেদনপত্রটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নিম্নলিখিত এই ঠিকানায় পাঠাতে হবে—
‘UNDER-SECRETARY TO THE GOVERNMENT OF INDIA, MINISTRY OF SCIENCE AND TECHNOLOGY’
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্য যে কোনও বিষয় জানতে এই লিঙ্কে ক্লিক করতে পারেন—
প্রয়োজনীয় শংসাপত্র:
ক্যাডার কন্ট্রোলিং অথরিটি বা এমপ্লয়ার দ্বারা ইস্যু করা সার্টিফিকেট।
প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিজিল্যান্স মামলা বা শাস্তিমূলক মামলা মুলতুবি করা হয়নি বা বিবেচনা করা হয়নি—এই মর্মে লিখিত শংসাপত্র দায়ের করতে হবে।
ইন্টিগ্রিটি সার্টিফিকেট।
ডসিয়ার রিপোর্টের ফটোকপি।
বিশেষ দ্রষ্টব্য:
তবে যদি দেখা যায় কোনও যোগ্য প্রার্থীর কাজের অভিজ্ঞতা নেই, তা হলেও ওই প্রার্থীর পদ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বিবেচনাধীনে নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
যদি কোনও প্রার্থী নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ না করতে পারেন তা হলেও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বিবেচনার ভিত্তিতে তাঁকে শিথিলতা প্রদান করা যেতে পারে।