মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে চলছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন হল আগামী ১১ মে, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: NCERT-তে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, বিশদ জানতে পড়ুন
advertisement
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স |
পদের নাম | সায়েন্টিস্ট ‘বি’ (টক্সিকোলজি) |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ডিরেক্টোরেট অফ ফরেন্সিক সার্ভিসেস, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১১.০৫.২০২৩ |
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
সপ্তম সিপিসি-র আওতায় পে ম্যাট্রিক্সের পে-ম্যাট্রিক্স লেভেল-১০ অনুযায়ী প্রার্থীরা মাসিক বেতন হিসেবে পাবেন ৫৬১০০ টাকা - ১৭৭৫০০ টাকা।
আরও পড়ুন: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে চাকরির সুযোগ! শীঘ্রই আবেদন করুন
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
ক্লোজিংয়ের তারিখ অনুযায়ী এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর। নিয়মিত ভাবে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি/ কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি কর্মীদের বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে।
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি/ইডব্লিউএস/ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে ২৫ টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় ক্যাশ অথবা নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই আবেদন ফি প্রদান করতে হবে। তবে সংরক্ষিত সম্প্রদায় (এসসি/এসটি/পিডব্লিউবিডিএস) এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই আবেদন ফি মকুব করা হচ্ছে।
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রথমে ইউপিএসসি ওআরএ ওয়েবসাইটে গিয়ে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস পূরণ করতে হবে।
ইউপিএসসি ওআরএ পোর্টালে প্রাপ্ত অনলাইন অ্যাপ্লিকেশন/রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশন ভাল করে পড়ে নিতে হবে।
এবার পোর্টালের নির্দেশ মেনে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে হবে। স্ক্যান করা স্বাক্ষর ও ছবি আপলোড করতে হবে।
এর পর সেলফ-অ্যাটেস্ট করা নথিপত্র আপলোড করতে হবে।
ডেবিট/ক্রেডিট/নেট ব্যাঙ্কিং প্রভৃতির মাধ্যমে অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে।