মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ১৫.০৬.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ইঞ্জিনিয়ার অফিসার নিয়োগের বিরাট সুযোগ, জানুন
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নাভাল কোয়ালিটি অ্যাসোরেন্স) মেকানিক্যাল গ্রুপ বি |
শূন্যপদের সংখ্যা | ৫ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
ইন্টারভিউয়ের পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৫.০৬.২০২৩ |
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
প্রার্থীদের পে ম্যাট্রিক্স লেভেল ৭ অনুযায়ী ৪৪৯৯০ টাকা থেকে ১৪২৪০০ টাকা বেতন দেওয়া হবে।
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। ভারত সরকার জারি করা নির্দেশাবলী অনুসারে নিয়মিত ভাবে নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি কর্মচারীদের জন্য বয়সের উচ্চসীমায় ৫ বছরের শিথিলতা প্রদান করা হয়েছে।
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: কোয়ালিটি অ্যাসুরেন্স/ কোয়ালিটি কন্ট্রোল/ প্রোডাকশন/ ম্যানুফ্যাকচারিং এবং টেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
টেকনিক্যাল রিপোর্ট, টেকনিক্যাল ব্রিফ ইত্যাদিতে কম্পিউটার অপারেশনে কাজের অভিজ্ঞতা।
আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ শুরু, খুব বেশি সময় আর হাতে নেই, আবেদন করুন আজই
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
আবেদনকারীদের কাছ থেকে তুলনামূলক ভাবে অধিক সংখ্যায় আবেদনপত্র প্রাপ্ত হলে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সংক্ষিপ্ত তালিকা তৈরি করে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে।
মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি/ইডব্লুএস/ওবিসি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২৫ টাকা দিতে হবে। প্রার্থীরা ড্রাফট বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেট-ব্যাঙ্কিং সুবিধা ব্যবহার করে বা ভিসা/মাস্টার ক্রেডিট/ডেবিট কার্ড পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আবেদন ফি জমা দিতে পারেন।
সংরক্ষিত ক্যাটাগরি ও মহিলা প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।