মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০১.০৬.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ইন্ডিয়ান নেভিতে চাকরির বিরাট সুযোগ! দেখে নিন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন |
পদের নাম: | কেবিন সেফটি ইন্সপেক্টর |
শূন্যপদের সংখ্যা: | ২০ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০১.০৬.২০২৩ |
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ২০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
জেনারেল ক্যাটাগরি- ১০টি পদ
ইডব্লুএস- ১টি পদ
ওবিসি- ৫টি পদ
এসসি- ৩টি পদ
এসটি- ১টি পদ
পিডব্লুডি- ১টি পদ
আরও পড়ুন: UPSC অধীনে নিয়োগের দারুণ সুযোগ! তাড়াতাড়ি আবেদন করুন
বেতন:- লেভেল-১১ বেসিক পে (৬৭,৭০০– ২,০৮,৭০০ টাকা) এবং মাসিক ডিএ।
বয়সসীমা:- অ-সংরক্ষিত বিভাগের প্রার্থীদের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
ইডব্লুএস ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় সরকার/ কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি কর্মচারীদের জন্য উচ্চ বয়সসীমাতে ৫ বছরের শিথিলতা দেওয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা:- যে কোনও যথাযথ ভাবে স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা: কেবিন ক্রু হিসাবে দশ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে কেবিন ক্রু হিসাবে কাজ করছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
যে কোনও যথাযথ ভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন অনুমোদিত সেফটি অ্যান্ড ইমার্জেন্সি প্রসিডিউর ইন্সট্রাক্টর হিসাবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি:- প্রার্থীদের সিলেকশন টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন ফি:- জেনারেল ক্যাটাগরি/ইডব্লুএস/ওবিসি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২৫ টাকা দিতে হবে।
এসসি / এসটি/ পিডব্লুডি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।