আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে ১টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সংস্থা | সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইউনানি মেডিসিন |
পদের নাম | ডিরেক্টর জেনারেল |
শূন্য পদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | ইউনানি সিস্টেম অফ মেডিসিনে পিএইচডি থাকতে হবে। জনস্বাস্থ্য/ইফলেটেড ক্লিনিক্যাল রিসার্চে পিএইচডি! একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সি১১সি গবেষণা। LMD(U)/MS(U)-এ PG ডিগ্রিধারী আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে |
advertisement
বয়সসীমা
আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা আবেদনের শেষ তারিখ অনুসারে ৫৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন
সপ্তম বেতন কমিশনের ১৪ ম্যাট্রিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে (১৪৪২০০-২ ১৮২০০)+ এনপিএ।
নির্বাচন পদ্ধতি
নির্দিষ্ট ট্রায়াল টেস্টের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি
সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ নির্ধারিত প্রফর্মায় আবেদনটি যথাযথ চ্যানেলের মাধ্যমে পৌঁছতে হবে, Shri Bhawani Shankar Kothari, Under Secretary, Ministry of Ayush, Government of India, Ayush Bhawan, B-Block, GPO Complex, INA, New Delhi-110023 এমপ্লয়মেন্ট নিউজ/ রোজগার সমাচারে ডিজি, সিসিআরএম-এর এই পদের জন্য এই বিজ্ঞাপনটি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/12/Ministry-of-Ayush-recruitment.pdf-এ ক্লিক করতে পারেন।