TRENDING:

Lucknow University News: লক্ষাধিক বেতনের চাকরির সুযোগ! লখনউ বিশ্ববিদ্যালয়ে দেশের একাধিক সংস্থার ভিড়

Last Updated:

Lucknow University News: ইঞ্জিনিয়ারিং বিভাগের প্লেসমেন্ট সেলের আয়োজিত প্লেসমেন্ট ড্রাইভে ৩১ জন শিক্ষার্থী একবারে চারটি কোম্পানিতে চাকরি পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: লখনউ বিশ্ববিদ্যালয় যেদিন ‘এ প্লাস প্লাস’ তকমা পেয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC)-র তরফে, সেই থেকে দেশজুড়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানের জয়জয়কার চারদিকে। গোটা দেশের মানুষের কাছে নিজের বিশেষ পরিচয় তৈরি করেছে এই বিশ্ববিদ্যালয়। আর সেই কারণেই দেশের বিভিন্ন সংস্থা এই শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য সেরা সেরা চাকরির ঝুলি নিয়ে আসছে।
লখনউ বিশ্ববিদ্যালয়
লখনউ বিশ্ববিদ্যালয়
advertisement

প্রতি মাসেই প্লেসমেন্টে এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের চাকরি হয়। গত শুক্রবার লখনউ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্লেসমেন্ট সেলের আয়োজিত প্লেসমেন্ট ড্রাইভে ৩১ জন শিক্ষার্থী একবারে চারটি কোম্পানিতে চাকরি পেয়েছে। প্লেসমেন্ট কর্ণধার ড. হিমাংশু পাণ্ডে জানিয়েছেন, আইবিএম-এর এক বি.টেক ছাত্র চিরঞ্জীব শ্রীবাস্তব অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার পদে বার্ষিক ৪.৫ লক্ষ প্যাকেজের চাকরিতে নির্বাচিত হয়েছেন৷ লার্নিং রুট-এর এক বি.টেক ছাত্রী দিব্যশী বার্ষিক ৫.৭ লক্ষ প্যাকেজে সেলস অ্যাসোসিয়েট পদের জন্য নির্বাচিত হয়েছেন।

advertisement

আরও পড়ুন: অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করুন আরও সহজে, জানুন IRCTC-র নতুন নিয়ম

আরও পড়ুন: দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর! জানুন

হিমাংশু পাণ্ডের কথায়, এঁরা ছাড়াও আরও একাধিক ছাত্রছাত্রী লক্ষাধিক বেতনের চাকরিতে নিযুক্ত হয়েছেন। বি.টেক-এর ২৯ জন পড়ুয়া (অভিনব, আদিত্য পাণ্ডে, আমন আলি, অঙ্কিত সিং, যতীন কাশ্যপ, কার্তিকেয় কুমার, কৃষ্ণ কান্ত, ক্ষমা দুবে, নেহা মৌর্য, নিখিল সোনি, রজনীশ কুমার, শিবাঙ্গী, শিবানী সিং, উৎকর্ষ মেহরা, অনন্যা যাদব, কোমল, নিশা যাদব, প্রতিক্ষা বাজপাই, প্রিয়াঙ্কা কুশওয়াহা, সাক্ষী ভার্মা, সৌম্য, বরুণ কুমার, মোহাম্মদ সাদ, রঘুবংশ শর্মা, শঙ্কর কুমার, সোনালি শর্মা, জেবা, আদর্শ কুমার এবং নীতিন ভার্মা) বার্ষিক সর্বোচ্চ ছয় লাখ টাকার প্যাকেজে বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট পদের জন্য নির্বাচিত হয়েছেন।

advertisement

লখনউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার রায় এবং ডিন প্রফেসর ড. একে সিং এবং ডাঃ হিমাংশু পাণ্ডে নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

বাংলা খবর/ খবর/চাকরি/
Lucknow University News: লক্ষাধিক বেতনের চাকরির সুযোগ! লখনউ বিশ্ববিদ্যালয়ে দেশের একাধিক সংস্থার ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল