TRENDING:

Lok Sabha Recruitment 2022: লোকসভায় আঞ্চলিক ভাষার জন্য কনসালট্যান্ট ইন্টারপ্রিটার নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি লোকসভার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আঞ্চলিক ভাষার জন্য কনসালটেন্ট ইন্টারপ্রিটার পদে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা লোকসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা লোকসভা
পদের নাম আঞ্চলিক ভাষার কনসালটেন্ট ইন্টারপ্রিটার
শূন্যপদের সংখ্যা
কাজের স্থান ভারত
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন ও অফলাইন
আবেদনের শেষ তারিখ ৩১-১০-২০২২

advertisement

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা

আঞ্চলিক ভাষা সহ ইংরেজিতে বা অন্য কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (ডিগ্রি স্তরে বাধ্যতামূলক বা ইচ্ছাকৃত বিষয় হিসাবে ইংরেজি থাকতে হবে)

ভারতীয় সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষাটি ডিগ্রি স্তরে বাধ্যতামূলক/নির্বাচনী বিষয় হিসেবে থাকতে হবে।

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: অভিজ্ঞতা

প্রার্থীদের অনুবাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

advertisement

এছাড়াও প্রার্থীদের অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দ্বারা স্বীকৃত কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে অথবা এনআইইএলআইটি দ্বারা নির্ধারিত পাঠ্যক্রম এবং কোর্সের পরিপ্রেক্ষিতে 'ও' লেভেলের সমতুল্য কোনও কোর্স করা থাকতে হবে।

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা

শুধুমাত্র ২২ থেকে ৬৫ বছর বয়সী ভারতীয় নাগরিকরা কনসালটেন্ট ইন্টারপ্রিটার পদের জন্য আবেদন করার যোগ্য। আবেদন প্রাপ্তির জন্য নির্ধারিত শেষ তারিখ হিসাবে বয়স গণনা করা হবে।

advertisement

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীদের অবশ্যই ওরেশন টেস্ট/ লিখিত পরীক্ষা / ইন্টারপ্রিটেশন টেস্টে উপস্থিত হতে হবে।

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: কাজের বিবরণ

সেশন এবং ইন্টারসেসন পিরিয়ডে উভয় কমিটিতে হিন্দি থেকে ইংরেজিতে ব্যাখ্যা প্রদান।

আঞ্চলিক ভাষা থেকে ইংরেজিতে কমিটি/এইচএস অফিস/প্রিভিলেজ কমিটি ইত্যাদির চিঠি/ডকুমেন্ট/পিটিশনের অনুবাদ।

এইচএস ও মিডিয়া সেল ব্যবহারের জন্য আঞ্চলিক ভাষায় সাংসদদের জন্মদিনের শুভেচ্ছা এবং নানা বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যের অনুবাদ।

আঞ্চলিক ভাষায় এইচএস-এর আঞ্চলিক উৎসবের ট্যুইটের অনুবাদ।

সংসদীয় লাইব্রেরির জন্য আঞ্চলিক ভাষা থেকে ইংরেজিতে বইয়ের শিরোনাম অনুবাদ।

গত কয়েক বছরে আঞ্চলিক ভাষায় রাষ্ট্রপতির যৌথ অধিবেশন এবং প্রধানমন্ত্রীর প্রদেয় বিভিন্ন ভাষণের অনুবাদ।

যাঁরা এই পদে কাজ করতে আগ্রহী, তাঁদের শূন্যপদের বিবরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে।

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: বেতন

যে সকল প্রার্থীরা লোকসভার অনুবাদকের কাজের জন্য নির্বাচিত হবেন তারা বার্ষিক ২৫০০০ টাকা বেতন পাবেন।

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: প্রয়োজনীয় ডকুমেন্ট

প্রার্থীদের উল্লিখিত প্রতিটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সার্টিফিকেট, মার্ক শিট (বছর-ভিত্তিক/সেমিস্টার-ভিত্তিক বিষয়গুলি নির্দেশ করে দিতে হবে) ইত্যাদির সেলফ অ্যাটেস্টেড করা কপি প্রদান করতে হবে।

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অবশ্যই এ৪ শীটে আবেদনপত্রের সমস্ত কলাম সঠিকভাবে পূরণ করতে হবে। এর পর সম্পূর্ণ আবেদনপত্রটি প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘RECRUITMENT BRANCH, ROOM NO. 521, LOK SABHA SECRETARIAT, PARLIAMENT HOUSE ANNEXE, NEW DELHI – 110001’।

লোকসভা রিক্রুটমেন্ট ২০২২: বিশেষ ঘোষণা

প্রার্থীদের আবেদনপত্রগুলি একটি খামে পাঠাতে হবে এবং খামের কভারে আবেদন করা পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।

যে সমস্ত আবেদনগুলি অপাঠ্য বা নির্ধারিত আবেদন ফরম্যাট এবং বিজ্ঞাপনে দেওয়া নির্দেশাবলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বা শেষ তারিখের পরে পাঠানো হয়েছে বা প্রাপ্ত হয়েছে সেগুলি প্রত্যাখ্যান করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক https://studycafe.in/wp-content/uploads/2022/10/Lok-Sabha-pdf.pdf করে দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি/
Lok Sabha Recruitment 2022: লোকসভায় আঞ্চলিক ভাষার জন্য কনসালট্যান্ট ইন্টারপ্রিটার নিয়োগ, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল