কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রার্থীদের প্রাইমারি গ্র্যাজুয়েট টিচার, ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, পিআরটি মিউজিক, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল ইত্যাদি পদে নিয়োগ করা হবে। অন্য দিকে নন-টিচিং স্টাফ পদে লাইব্রেরিয়ান, ফিনান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, হিন্দি ট্রান্সলেটর, স্টেনোগ্রাফার গ্রেড-২ ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
advertisement
আরও পড়ুন: AAI Recruitment 2022: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় কনসালটেন্ট নিয়োগ, জানুন বিশদে
কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে kvsangathan.nic.in।
এর পর হোমপেজে থাকা ‘কেভিএস টিচিং রিক্রুটমেন্ট’ লিঙ্কে ক্লিক করতে হবে।
একটি নতুন ওয়েবপেজ খুলবে, এখানে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।
এর পর পোর্টাল অ্যাক্সেস করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট-সহ আবেদনপত্রটি পূরণ করে পোস্টের জন্য আবেদন করতে হবে।
ডকুমেন্ট আপলোড করতে হবে।
ভবিষ্যতের রেফারেন্সের প্রার্থীরা ফর্মের একটি কপি ডাউনলোড করে রাখতে পারেন।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://cbseitms.nic.in/kvs/Login/Login ক্লিক করতে পারেন।
আরও পড়ুন:IT Policy|| নতুন নিয়োগ কমাল এই ভারতীয় আইটি সংস্থা, জানিয়ে দিল বিরাট সিদ্ধান্ত
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন |
পদের নাম | প্রাইমারি গ্র্যাজুয়েট টিচার, ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, পিআরটি মিউজিক, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, লাইব্রেরিয়ান, ফিনান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সিনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, হিন্দি ট্রান্সলেটর, স্টেনোগ্রাফার গ্রেড-২ |
শূন্য পদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদনের তারিখ | বিশদ দেখুন |
কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন আবেদনের যোগ্যতা ধার্য করা হয়েছে।