আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৯৯০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার: ৫২টি পদ
প্রিন্সিপাল: ২৩৯টি পদ
ভাইস-প্রিন্সিপাল: ২০৩টি পদ
পিজিটি: ১৪০৯টি পদ
টিজিটি: ৩১৭৬টি পদ
লাইব্রেরিয়ান: ৩৫৫টি পদ
প্রাইমারি টিচার: ৩০৩টি পদ
ফিনান্স অফিসার: ৬টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: ১৫৬টি পদ
হিন্দি ট্রান্সলেটর: ১১টি পদ
সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: ৩২২টি পদ
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: ৭০২টি পদ
স্টেনোগ্রাফার গ্রেড-২: ৫৪টি পদ
সংস্থা | কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন |
পদের নাম | টিচিং এবং নন-টিচিং |
শূন্যপদের সংখ্যা | ৬৯৯০ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬.১২.২০২২ |
আবেদনের যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট কমিশনার- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৪৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএড বা সমমানের ডিগ্রি
প্রিন্সিপাল- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বনিম্ন ৪৫% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএড বা সমমানের ডিগ্রি
ভাইস প্রিন্সিপাল: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বনিম্ন ৫০% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএড বা সমমানের ডিগ্রি
পিজিটি (কম্পিউটার সায়েন্স): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও (কম্পিউটার সায়েন্স/আইটি) বিষয়ে ন্যূনতম ৫০% নম্বর সহ বি.ই বা বি.টেক বা সমমানের ডিগ্রি বা ডিপ্লোমা।
বেতন
অ্যাসিস্ট্যান্ট কমিশনার: পে স্কেল লেভেল- ১২ (৭৮৮০০- ২০৯২০০ টাকা)
প্রিন্সিপাল: পে ম্যাট্রিক্স লেভেল ১২ (৭৮৮০০- ২০৯২০০ টাকা)
ভাইস প্রিন্সিপাল: পে ম্যাট্রিক্স লেভেল ১০ (৫৬১০০- ১৭৭৫০০ টাকা)
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN_03_02-12_2022_0.PDF ক্লিক করতে পারেন।