TRENDING:

Recruitment 2022: কেন্দ্রীয় বিদ্যালয়ে ১০ হাজারেরও বেশি পদে নিয়োগ, যোগ্যতা শুধু ১২ পাস

Last Updated:

প্রার্থীদের আগামী ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি শিক্ষা মন্ত্রক, ভারত সরকার সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের জন্য ১৩,৪০৪ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মধ্যে শিক্ষকতা, নন-টিচিং স্টাফ, বিভাগীয় কর্মকর্তা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অর্থ কর্মকর্তা, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষক সহ নানা পদ অন্তর্ভুক্ত। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির সুযোগ
কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির সুযোগ
advertisement

কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: মোদির রাজ্যে রেকর্ড, গুজরাতে নিরঙ্কুশ বিজেপি! ১৫০-র গণ্ডি পার

কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৩,৪০৪ শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

অধ্যক্ষ- ২৩৯টি পদ

উপাধ্যক্ষ- ২০৩টি পদ

সহকারী কমিশনার- ৫২টি পদ

লাইব্রেরিয়ান- ৩৫৫টি পদ

প্রাথমিক শিক্ষক (পিআরটি)- ৬৪১৪টি পদ

পিআরটি (সঙ্গীত)- ৩০৩টি পদ

advertisement

স্নাতকোত্তর শিক্ষক- ১৪০৯টি পদ (পিজিটি)

প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (টিজিটি)- ৩১৭৬টি পদ

সহকারী সেকশন অফিসার (এএসও)- ১৫৬টি পদ

সিনিয়র সচিবালয় সহকারী (ইউডিসি)- ৩২২টি পদ

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (এলডিসি)- ৭০২টি পদ

হিন্দি অনুবাদক- ১১টি পদ

স্টেনোগ্রাফার গ্রেড-২- ৫৪টি পদ

ফিনান্স অফিসার- ৬টি পদ

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)- ২টি পদ

আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির স্বপ্নপূরণ করতে চান? প্রবেশনারি অফিসার নিয়োগ হচ্ছে, জানুন

advertisement

কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি

প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে- kvssangathan.nic.in

KVS Teaching and Non-Teaching 2022 Vacancy বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে সমস্ত তথ্য ভাল করে পড়ে নিতে হবে

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদনের মোড অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে

আবেদন ফি জমা দিতে হবে

আবেদনপত্র জমা দিতে হবে

advertisement

প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের কপি সংরক্ষণ করে রাখতে পারেন

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন
পদের নাম: শিক্ষকতা, নন-টিচিং স্টাফ, বিভাগীয় কর্মকর্তা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অর্থ কর্মকর্তা, প্রশিক্ষিত স্নাতক শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষক সহ নানা পদ
শূন্যপদের সংখ্যা: ১৩,৪০৪
কাজের স্থান: ভারত
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২৬.১২.২০২২

কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা

পিজিটি পদে আবেদনের বয়সসীমা ৪০ বছর রাখা হয়েছে, টিজিটি/লাইব্রেরিয়ান পদের জন্য বয়সসীমা ৩৫ বছর রাখা হয়েছে এবং পিআরটির জন্য বয়সসীমা রাখা হয়েছে ৩০ বছর। তবে রিজার্ভেশন অনুযায়ী এই সব আবেদনকারীদেরও ছাড় দেওয়া হবে।

কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: বেতন

পিজিটি-এর জন্য ৪৭,৬০০ থেকে ১,৫১,১০০ টাকা (পে লেভেল-৮)

টিজিটি-এর জন্য ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ (পে লেভেল-৭)

প্রাথমিক শিক্ষকের জন্য ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা (পে লেভেল-৬)

ভাইস প্রিন্সিপালের জন্য ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা (পে লেভেল-১০)

সহকারী কমিশনার-এর জন্য ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা (পে লেভেল-১২)

প্রিন্সিপালের জন্য ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা (পে লেভেল-১২)

সহকারী প্রকৌশলীর জন্য ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা (পে লেভেল-৭)

সহকারী সেকশন অফিসারের জন্য ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা (পে লেভেল-৬)

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা (পে লেভেল-২)

স্টেনোগ্রাফার গ্রেড ২এর জন্য ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা (পে লেভেল-৪)

লাইব্রেরিয়ানের জন্য ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা (পে লেভেল-৭)

ফিনান্স অফিসারের জন্য ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা (পে লেভেল-৭)

হিন্দি অনুবাদকের জন্য ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা (পে লেভেল-৬)

সিনিয়র সচিবালয় সহকারীর জন্য ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা (পে লেভেল-৪)

কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি

প্রতি পদে নির্বাচনের প্রক্রিয়াও আলাদা আলাদা ধার্য করা হয়েছে। প্রাথমিক শিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষক এবং নন-টিচিং পদে আবেদনকারীদের জন্য দক্ষতা পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে, শুধুমাত্র সেই সব প্রার্থীদেরই বাছাই করা হবে যাঁরা পরীক্ষায় পাস করবেন।

কেভিএস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা

যে কোনও সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে ১২ পাস।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যে কোনও সরকার দ্বারা স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি।

বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2022: কেন্দ্রীয় বিদ্যালয়ে ১০ হাজারেরও বেশি পদে নিয়োগ, যোগ্যতা শুধু ১২ পাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল