TRENDING:

Jobs In Kolkata: পিএইচডি শেষ? তাহলে আজই আবেদন করুন কলকাতার নামজাদা এই প্রাইভেট বিশ্ববিদ‍্যালয়ের প্রফেসর পদে

Last Updated:

Jobs In Kolkata: একাধিক বিভাগে নিয়োগ করা হচ্ছে কলকাতার নামজাদা একটি প্রাইভেট বিশ্ববিদ‍্যালয়ে। নিউটাউনে অবস্থিত সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে প্রফেসর নিয়োগ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একাধিক বিভাগে নিয়োগ করা হচ্ছে কলকাতার নামজাদা একটি প্রাইভেট বিশ্ববিদ‍্যালয়ে। নিউটাউনে অবস্থিত সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে প্রফেসর নিয়োগ করা হবে। আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://sxuk.edu.in/recruitments। নিয়োগের জন্য প্রার্থীদের শুধু ইন্টারভিউ নেওয়া হবে। এর জন্য শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
পিএইচডি শেষ? তাহলে আজই আবেদন করুন কলকাতার নামজাদা এই প্রাইভেট বিশ্ববিদ‍্যালয়ের প্রফেসর পদে
পিএইচডি শেষ? তাহলে আজই আবেদন করুন কলকাতার নামজাদা এই প্রাইভেট বিশ্ববিদ‍্যালয়ের প্রফেসর পদে
advertisement

আরও পড়ুনঃ গবেষণা করতে চান? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুর্দান্ত সুযোগ, বিস্তারিত জেনে এখনই আবেদন করুন

বিশ্ববিদ্যালয়ের কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, বিজ্ঞান শাখায় এবং জেভিয়ার্স বিজনেস স্কুলে প্রফেসর নিয়োগ করা হচ্ছে। বিভাগ যেমন কমার্স, সাইকোলজি, ইকোনমিক্স, সোশ্যাল ওয়ার্ক বিষয়ের জন্য প্রফেসর পদে নিয়োগ করা হবে। কমার্স, মাস কমিউনিকেশন, ইংরেজি এবং আইন বিষয়ের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে অ্যাসোসিয়েট প্রফেসর পদে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রার্থী নিয়োগ হবে কমার্স, স্ট্যাটিসটিক্স, ইংলিশ, সোশাল ওয়ার্ক, কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট, ল, সোশিয়োলজি এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে প্রার্থীদের মাসিক বেতন হবে যথাক্রমে ১,৪৪,২০০ টাকা, ১,৩১,৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৫৫ বছর, ৫০ বছর এবং ৪৫ বছরের মধ্যে।

advertisement

শিক্ষাগত যোগ্যতা:

প্রফেসর

(i) UGC মান অনুযায়ী (ii) কমপক্ষে ৫৫ শতাংশ পাসিং মার্ক বা সমতুল‍্য PG স্তরে ও UG স্তরে বা দ্বাদশ শ্রেণি কমপক্ষে ৫০ শতাংশ (iii) সেই বিষয়ে পিএইচ.ডি. (iv) UGC বা সমকক্ষ পর্যালোচনা সহ জার্নালে ন্যূনতম ১০টি প্রকাশনা প্রয়োজন (v) অভিজ্ঞতা: শিক্ষায় ন্যূনতম দশ বছর বা বৈজ্ঞানিক গবেষণায় নিযুক্ত থাকার অভিজ্ঞতা। (vi) এক বা একাধিক এম.ফিল বা ডক্টরেট প্রার্থীকে কার্যকরভাবে গাইড করার প্রমাণ।

advertisement

অ্যাসোসিয়েট প্রফেসর

(i) UGC মান অনুযায়ী (ii) কমপক্ষে ৫৫ শতাংশ পাসিং মার্ক বা সমতুল‍্য PG স্তরে ও UG স্তরে বা দ্বাদশ শ্রেণি কমপক্ষে ৫০ শতাংশ (iii) সেই বিষয়ে পিএইচ.ডি. (iv) UGC বা সমকক্ষ পর্যালোচনা সহ জার্নালে ন্যূনতম ৭টি প্রকাশনা প্রয়োজন (v) অভিজ্ঞতা: শিক্ষায় ন্যূনতম আটটি বছর বা বৈজ্ঞানিক গবেষণায় নিযুক্ত থাকার অভিজ্ঞতা। (vi) এক বা একাধিক এম.ফিল বা ডক্টরেট প্রার্থীকে কার্যকরভাবে গাইড করার প্রমাণ।

advertisement

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

(i) UGC মান অনুসারে (ii) কমপক্ষে ৫৫ শতাংশ পাসিং মার্ক বা সমতুল্য থাকতে হবে PG স্তরে ও UG স্তরে কমপক্ষে ৫০ শতাংশ থাকতে হবে (iii) পিএইচ.ডি. থাকতে হবে সেই বিষয়ে

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গ পুলিশে চাকরির সুবর্ণ সুযোগ! হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে, এ সুযোগ হাতছাড়া করবেন না

advertisement

নির্বাচন প্রক্রিয়া:

নির্বাচন পদ্ধতি দুটি অংশ বিভক্ত হতে পারে. 1. ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময় ডকুমেন্ট স্ক্রিনিং 2. ভাইভা ইন্টারভিউ।

কীভাবে আবেদন করতে হবে:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনলাইন আবেদন করতে হবে। সাইকোলজিতে অনলাইন আবেদনের শেষ তারিখ ২১.০৬.২০২৩ এবং অন্যান্য সমস্ত বিষয়ে জন‍্য আবেদনের শেষ তারিখ ৩০.০৬.২০২৩। সমস্ত নথি আপলোড করার শেষ তারিখ: সাইকোলজির জন‍্য ২৫.০৬.২০২৩ এবং অন্যান্য সমস্ত পোস্টের জন্য ০১.০৭.২০২৩।

বাংলা খবর/ খবর/চাকরি/
Jobs In Kolkata: পিএইচডি শেষ? তাহলে আজই আবেদন করুন কলকাতার নামজাদা এই প্রাইভেট বিশ্ববিদ‍্যালয়ের প্রফেসর পদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল