TRENDING:

GAIL Recruitment 2022: নন-একজিকিউটিভ পদে সরকারি সংস্থায় কাজের সুবর্ণ সুযোগ, আবেদন করুন এখনই

Last Updated:

Gail India Limited Job Vacancy: প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের (GAIL India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নন-একজিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

GAIL Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন- নরেন্দ্র মোদির জন্মদিনে দেশ জুড়ে রক্ত দেবেন মানুষ! মেগা রক্তদান শিবিরের আয়োজন

GAIL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ২৮২টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

জুনিয়র ইঞ্জিনিয়ার: ৩টি পদ

ফোরম্যান: ১৭টি পদ

জুনিয়র সুপারিনটেনডেন্ট: ২৫টি পদ

জুনিয়র কেমিস্ট: ৮টি পদ

advertisement

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৩টি পদ

অপারেটর: ৫২টি পদ

টেকনিশিয়ান: ১০৩টি পদ

অ্যাসিস্ট্যান্ট: ২৮টি পদ

অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: ২৪টি পদ

মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট: ১৯টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: জিএআইএল ইন্ডিয়া লিমিটেড (GAIL India Limited)

পদের নাম: নন-একজিকিউটিভ

শূন্যপদের সংখ্যা: ২৮২

কাজের স্থান: বিশদ দেখুন

কাজের ধরন: বিশদ দেখুন

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও প্রাসঙ্গিক শাখায় ট্রেড টেস্ট নেওয়া হবে

advertisement

আবেদন শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ১৫.০৯.২০২২

আরও পড়ুন- গর্বের কলকাতা বিশ্ববিদ্যালয়! পিএইচডি ডিগ্রি করানোয় সারা ভারতে ২য় স্থানে CU

GAIL Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের লিখিত পরীক্ষা ও প্রাসঙ্গিক শাখায় ট্রেড টেস্ট নেওয়া হবে।

advertisement

GAIL Recruitment 2022: আবেদন ফি

জেনারেল, EWS এবং OBC (NCL) বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি ৫০ টাকা। অন্য দিকে, SC/ST/PwBD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রার্থীদের আবেদন ফি ফেরত যোগ্য নয়।

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ সম্পূর্ণ বিজ্ঞাপনের লিঙ্কে https://gailonline.com/careers/currentOpnning/DetailedAdvertisementENGLISH16082022.pdf ক্লিক করে দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি/
GAIL Recruitment 2022: নন-একজিকিউটিভ পদে সরকারি সংস্থায় কাজের সুবর্ণ সুযোগ, আবেদন করুন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল