এই সময় বেকার যুবকদের জন্য গুজরাতে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে। বিহারের ভাগলপুর জেলা পরিকল্পনা আধিকারিক রোহিত আনন্দ জানিয়েছেন যে, মেশিন অপারেটর পদের জন্য মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হতে পারে একটি গুজরাতি সংস্থায়।
৩০ মে ভাগলপুরের অবর আঞ্চলিক পরিকল্পনা কার্যালয়ে প্রাঙ্গনে একটি একদিনের নিয়োগ শিবিরের আয়োজন করা হবে। প্রার্থীরা সকাল ১১ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এসে ওই শিবিরে যোগ দিতে পারবেন।
advertisement
জানা গিয়েছে, WELSPUN INDIA LTD নামে একটি গুজরাতি সংস্থা যোগ দিচ্ছে ওই শিবিরে। যোগ্য প্রার্থীদের এখানে বাছাই পর্বের পরে ইন্টারভিউ-তে ডাকা হবে। মনোনীত প্রার্থীদের চাকরিতে বহাল করে দেওয়া হবে।
তবে এই নিয়োগ শিবিরে যোগদানের জন্য দশম শ্রেণী এবং আইটিআই পাস করা বাধ্যতামূলক। এই শিবিরে যোগ দিতে পারবেন শুধু মাত্র দশম শ্রেণী উত্তীর্ণ এবং আইটিআই পাস করা প্রার্থীরাই।
১৮ বছর থেকে ৩২ বছর বয়সী প্রার্থীদের জন্য এই শূন্যপদ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিশেষ নিয়োগ শিবিরটি অনুষ্ঠিত হতে চলেছে ভাগলপুর আঞ্চলিক পরিকল্পনা অফিসের প্রাঙ্গনে। ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে যে কোনও যোগ্য প্রার্থী এই শিবিরে যোগ দিতে পারবেন।
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনে চাকরির দারুণ সুযোগ! জেনে নিন বিস্তারিত
মাসিক বেতন—
এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রথমেই কাজের সুযোগ পাবেন না। বরং নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণের সময় ৯,২৩৮ টাকা বেতন পাওয়া যাবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পরে বেতন দেওয়া হবে ১২,৫০০ থেকে ১৩,০০০ টাকার মধ্যে।
প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রশিক্ষণ পর্বেও তাঁদের বেতন দেওয়া হবে। প্রশিক্ষণের পর বেতন বাড়বে। এই সব ক’টি পদই মেশিন অপরেটরের বলে জানা গিয়েছে।