পাওয়ার গ্রিড কর্পোরেশন রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩ জুলাই, ২০২৩ তারিখ বিকাল ৩টে ০০ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
পাওয়ার গ্রিড কর্পোরেশন রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ IRCTC-তে প্রচুর নিয়োগের বিরাট সুযোগ! দেখে নিন
সংস্থা: | পাওয়ার গ্রিড কর্পোরেশন |
পদের নাম: | চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর |
শূন্যপদের সংখ্যা: | ১ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদনের তারিখ: | ১৩.০৭.২০২৩ |
আবেদন পদ্ধতি: | বিশদ দেখুন |
পাওয়ার গ্রিড কর্পোরেশন রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিএ/ ইঞ্জিনিয়ারিং/ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস/ কস্ট অ্যাকাউন্ট্যান্টস/ পিজিডিআইএম-সহ স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। বিগত ১০ বছরে প্রসিদ্ধ কোনও বড় প্রতিষ্ঠানে ফিনান্স/ বিজনেস ডেভেলপমেন্ট/ প্রোডাকশন/ অপারেশনস/ মার্কেটিং/ প্রজেক্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
পাওয়ার গ্রিড কর্পোরেশন রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনকারীদের বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর হতে হবে।
পাওয়ার গ্রিড কর্পোরেশন রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
আইডিএ প্যাটার্নে শর্টলিস্ট হওয়া প্রার্থীরা মাসিক বেতন পাবেন ২০০০০০ – ৩৭০০০০ টাকা।
আরও পড়ুনঃ মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন
পাওয়ার গ্রিড কর্পোরেশন রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
এই নিয়োগের মেয়াদ স্থায়ী হবে ৫ বছর পর্যন্ত। যা শুরু হবে প্রার্থীর জয়েনিংয়ের দিন থেকে।
পাওয়ার গ্রিড কর্পোরেশন রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পিইএসবি-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রেসক্রাইবড ফরম্যাটে নিজেদের আবেদন পত্র জমা দিতে পারেন যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা। সরকারি আধিকারিকরা ক্যাডার কন্ট্রোলিং অথরিটি, সিএমডি/এমডি/ফাংশনাল ডিরেক্টরদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি-র মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারেন। শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/05/Power-Grid-Corporation-Recruitment-2023.pdf ক্লিক করতে পারেন।