এই চাকরি মেলায় বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ প্রকাশিত হয়েছে। সেখানে অষ্টম, দশম পাস থেকে শুরু করে স্নাতক পর্যন্ত বিভিন্ন যোগ্যতায় শূন্যপদ রয়েছে। এই শূন্যপদে সুপারভাইজার ও সিকিউরিটি গার্ড উভয় পদই রয়েছে। হায়দরাবাদ ভিত্তিক সংস্থা ‘গার্ডেন সিকিউরিটি প্রাইভেট লিমিটেড হায়দরাবাদ’ এই প্লেসমেন্ট ক্যাম্পে নিয়োগের জন্য আসছে।
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির দারুণ সুযোগ, হাতছাড়া করলে বড় মিস! জানুন
advertisement
এই শিবিরে নির্বাচিত সুপারভাইজার এবং নিরাপত্তারক্ষীদের ইউনিফর্মের জন্য আলাদা ভাবে টাকা নেওয়া হবে। নিরাপত্তা রক্ষীর জন্য ইউনিফর্মের জন্য ৭০০০ টাকা এবং সুপারভাইজারের ইউনিফর্মের জন্য ১৪,৫০০ টাকা। কর্মসংস্থান শিবিরে অংশগ্রহণকারী কোনও প্রার্থীকে কোনও যাতায়াত ভাড়া দেওয়া হবে না।
আরও পড়ুন: বামার লরি সংস্থায় বিরাট শূন্যপদ, অবশ্যই আবেদন করুন
জানা গিয়েছে, সুপারভাইজারের মোট ৩০টি পদ রয়েছে। এই পদে ২৫ থেকে ৩০ বছর বয়সিদের সিকিওরিটি সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হবে। সিকিওরিটি সুপারভাইজারের পদের জন্য প্রার্থীর ওজন ৬২ কেজি হওয়া বাধ্যতামূলক।
অন্য দিকে, ৩৫০টি নিরাপত্তা রক্ষী পদ শূন্য রয়েছে। এঁদের ক্ষেত্রে ওজন ৫৫ কেজি ও বয়স সীমা ২৫ থেকে ৩৫ বছর।
উভয় পদের ক্ষেত্রেই কর্মস্থল হবে হায়দরাবাদ। দু’টি পদই শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত।
১৮ এপ্রিল ক্যাম্প—
১৮ এপ্রিল সকাল ১১ টা থেকে ৩ টে পর্যন্ত এই ক্যাম্পের আয়োজন করা হবে। নিয়োজন অফিস ভাগলপুরের নিয়োজন কার্যালয় প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হবে।
উভয় পদের জন্য আলাদা মাসিক বেতন দেওয়া হবে। ন্যূনতম ১৫,৫০০ টাকা থেকে ২১,৫০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। জেলা নিয়োজন কার্যালয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
ভাগলপুরের নিম্ন আঞ্চলিক নিয়োজন আধিকারিক রোহিত আনন্দ জানিয়েছেন, এই সংস্থায় স্নাতক পর্যন্ত যোগ্যতা সম্পন্ন কোনও প্রার্থী কাজ পেতে পারেন।
শিবম সিং