তাতে বলা হয়েছে ১ জন মহিলা ইন্সপেক্টর, পাঁচ জন মহিলা সাব ইন্সপেক্টর, পাঁচ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও ১৫ জন মহিলা কনস্টেবল নেওয়া হবে। এছাড়া ওয়ারলেস সুপারভাইসর পদে দু’জন এবং চালক পদে চুক্তি ভিত্তিক তিনজনকে নেওয়া হবে। সূত্রের দাবি, এই মহিলা থানার জন্য ৩১টি পদ তৈরির ক্ষেত্রে ইতিমধ্যে রাজ্যপালের সম্মতি মিলেছে। বর্তমানে যেখানে ভাঙড় থানা আছে সেখানেই এই ভাঙড় মহিলা থানা প্রস্তুত করা হবে। প্রসঙ্গত মাসখানেক আগে পুলিশের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসা যায় কিনা দেখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: সহজ পদ্ধতিতে বাড়ি থেকে তাড়ান টিকটিকি! রান্না-ঘরের মশলা দিয়েই হবে ম্যাজিক! জানুন
এরপর কলকাতা পুলিশের তরফে খোদ পুলিশ কমিশনার উদ্যোগ নেন বিষয়টিতে। বেশ কয়েক দফায় কলকাতা পুলিশের একাধিক আধিকারিক, ট্রাফিক বিভাগের একাধিক কর্তাকে পাঠিয়ে এলাকা পরিদর্শনের কাজ শেষ করে। এরপর ভূমি রাজস্ব দফতরের সঙ্গে যৌথ ভাবে এরিয়া ম্যাপিং হয়। তারপর আস্তে আস্তে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার পরিকল্পনা বাস্তবায়িত হয়। প্রথমে প্রস্তাব দেওয়া হয় কলকাতা পুলিশের অধীনে থাকা কলকাতা লেদার কমপ্লেক্স থানা নিয়ে ওই এলাকায় নটি থানা করা হবে। পরবর্তী কালে ভাঙড় ডিভিশন তৈরি করে তাতে আটটি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আটটি থানা পরিকাঠামো তৈরির কাজ দেখভালের জন্য একজন ডিসি পদ মর্যাদার অফিসার ও চারজন ইন্সপেক্টরকে দায়িত্ব দিয়েছে লালবাজার। এবার বিজ্ঞপ্তি জারি হল মহিলা থানার নিয়োগের ।
অমিত সরকার