প্রোজেক্ট অ্যাসিসট্যান্ট পদে একজনকেই নিয়োগ করা হবে। প্রোজেক্টের অর্থ যোগান দেবে কেন্দ্রের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড৷ প্রজেক্টের নাম- ‘ক্লাইমেট ভ্যারিয়েবিলিটি অ্যান্ড হিউম্যান ইনফ্লুয়েন্স অন ডেপথ ডিপেন্ডেন্ট গ্রাউন্ডওয়াটার রিচার্জ ইন সেমি-অ্যারিড ওয়েস্টার্ন পার্টস অব ওয়েস্ট বেঙ্গল ইউজিং কেমিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড এআই বেসড মডেলিং’৷ প্রজেক্ট তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রজ্ঞাদিত্য মালাকার।
advertisement
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের জিওলজি বা অ্যাপ্লায়েড জিওলজিতে এমএসসি থাকতে হবে৷ হাইড্রলজিতে স্পেশালাইজেশানের পাশাপাশি জিওলজি বিষয়ে ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা থাকলে অথবা হাইড্রকেমিক্যাল ফিল্ড স্কেল স্যাম্পলিং এবং স্যাম্পল অ্যানালিসিসের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে৷
গবেষণার ফেলোশিপ
নিযুক্ত প্রার্থীকে মাসিক ফেলোশিপ বাবদ ২০,০০০ টাকার পাশাপাশি বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে। প্রাথমিক ভাবে ২ বছরের জন্য এই পদে নিয়োগ করা হলেও প্রয়োজন অনুসারে তা বাড়তেও পারে।
ইন্টারভিউয়ের সময়
ইন্টারভিউটি হবে আগামী ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টায়৷ বিভাগের বিসি মুখার্জী হলে হবে ইন্টারভিউ৷ বিশ্ববিদ্যালয়ের ‘ইনফরমেশন সেকশন’ থেকে আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট সংগ্রহ করে সেটি পূরণ করতে হবে৷ সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় নথি-সহ উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের দিন৷ আরও বিস্তারিত জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।