আইএসআরও রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ০৪.০৫.২০২৩ তারিখ থেকে। প্রার্থীদের ১৮.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরির দারুণ সুযোগ ! বিস্তারিত দেখে নিন
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | আইএসআরও বিক্রম সারাভাই স্পেস সেন্টার |
পদের নাম: | টেকনিশিয়ান-এ, ড্রটসম্যান-বি এবং রেডিওগ্রাফার-এ |
শূন্যপদের সংখ্যা: | ৪৯ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | ০৪.০৫.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৮.০৫.২০২৩ |
প্রার্থীরা সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি https://www.vssc.gov.in/currentOpenings.html ব্যবহার করতে পারেন।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৪৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
টেকনিশিয়ান-এ- ৪৩টি পদ
ড্রটসম্যান-বি- ৫টি পদ
রেডিওগ্রাফার-এ- ১টি পদ
আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগের সুবর্ণ সুযোগ! দেখে নিন
আবেদন ফি:- ইউআর/ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি ১০০ টাকা। তবে এসসি/এসটি/পিডব্লিউডি এবং মহিলা প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি প্রযোজ্য নয়।
বেতন:- টেকনিশিয়ান-বি- লেভেল ৩- ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা
ড্রটসম্যান-বি- লেভেল ৩- ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকা
রেডিওগ্রাফার-এ- লেভেল ৪- ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা
বয়সসীমা:- উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা:- প্রার্থীদের দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে এবং প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।