ইসরো রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন হল আগামী ৭ এপ্রিল, ২০২৩ তারিখ। সে ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি রেজিস্টার করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে নিয়োগ করবে IRCTC, রেলে চাকরির এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না! জানুন
আবেদন পদ্ধতি: যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ইসরো-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি রেজিস্টার করতে পারেন। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) |
পদের নাম: | জুনিয়র রিসার্চ ফেলো, প্রোজেক্ট সায়েন্টিস্ট ১, রিসার্চ সায়েন্টিস্ট, প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ |
শূন্য পদের সংখ্যা: | ৩৪ |
কাজের স্থান: | হায়দরাবাদ |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু : | ২৫.০৩.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৭.০৪.২০২৩ |
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ: প্রতিষ্ঠানের তরফে মোট ৩৪টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
জুনিয়র রিসার্চ ফেলো - ২০টি পদ
প্রোজেক্ট সায়েন্টিস্ট ১ - ৩টি পদ
রিসার্চ সায়েন্টিস্ট - ৪টি পদ
প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১ - ৭টি পদ
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সহ পুরো দেশে CRPF-এ বিপুল পদে নিয়োগের মহাসুযোগ! জানুন
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র রিসার্চ ফেলো: স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই/বি.টেক-সহ রিমোট সেন্সিং/ জিআইএস/ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস/ জিওইনফর্মেটিক্স/ জিওমেটিক্স/ জিওস্পেশিয়াল টেকনোলজিতে এম.ই/ এম.টেক ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
রিসার্চ সায়েন্টিস্ট: স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে বি.ই/ বি.টেক-সহ এবং ওয়াটার রিসোর্সেস/ হাইড্রোলজি/ ইরিগেশন ওয়াটার ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন-সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এম.ই/ এম.টেক ডিগ্রি থাকতে হবে।
প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১: স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে রিমোট সেন্সিং/ জিআইএস/ রিমোট সেন্সিং এবং জিআইএস/ জিও ইনফর্মেটিক্স/ জিওমেটিক্স/ জিওস্পেশিয়াল টেকনোলজি/ স্পেশিয়াল ইনফরমেশন টেকনোলজি থেকে বি.ই/ বি.টেক/ এম.এসসি অথবা সমতুল্য ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। এছাড়া ডিজিটাল ইমেজ অ্যানালাইসিস, ভেক্টরের ডিজিটাইজেশন, থিম্যাটিক ক্লাসিফিকেশন ও জিও-ডেটাবেস প্রস্তুতিতে জ্ঞান থাকতে হবে। আর এআরসিম্যাপ/কিউজিআইএস/ইআরডিএএস-এর কাজের জ্ঞান থাকলে অগ্রাধিকার মিলবে।
নির্বাচন পদ্ধতি: শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার ভিত্তিতেই প্রার্থীদের বেছে নেওয়া হবে। নির্দিষ্ট একটি পদের জন্য অবশ্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে শর্টলিস্ট করা হবে। ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।