TRENDING:

IRCTC Recruitment 2023: IRCTC-তে প্রচুর নিয়োগের বিরাট সুযোগ! দেখে নিন

Last Updated:

ট্যুরিজম মনিটর স্টাফ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে ইতিমধ্যেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর নিয়ে আসছে IRCTC। জানা গিয়েছে, IRCTC-তে হসপিটালিটি ম্যানেজারের ৩৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। ট্যুরিজম মনিটর স্টাফ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে ইতিমধ্যেই।
advertisement

৩৪ জন প্রার্থীর মধ্যে, ২৬.৫ শতাংশ পদ সাধারণ বিভাগের জন্য রাখা হয়েছে। বাকি ২২.৫ শতাংশ পদ তফসিলি জাতি ও উপজাতি বিভাগের জন্য, ২৭ শতাংশ ওবিসি বিভাগে সংরক্ষণ করা হয়েছে। মোট পদের ১০ শতাংশ আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি এবং ১০ শতাংশ প্রাক্তন সেনার জন্য সংরক্ষিত রয়েছে। আগ্রহী ও যোগ্য ব্যক্তিরা ১৫ এবং ১৬ মে দিল্লিতে, ২২ এবং ২৩ মে লক্ষ্ণৌতে এবং ২৯ এবং ৩০ মে চণ্ডীগড়ে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। এজন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সময় এবং যোগ্যতা অনুসারে উপস্থিত থাকতে হবে।

advertisement

আরও পড়ুন: ইন্ডিয়ান নেভিতে চাকরির বিরাট সুযোগ! দেখে নিন

আবেদন প্রক্রিয়া:- সাধারণ প্রার্থীদের জন্য এই পদে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে অন্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের সীমায় শিথিলতা রয়েছে। আবেদন এবং ইন্টারভিউয়ের জন্য কোনও আবেদন মূল্য ধার্য করা হয়নি৷

advertisement

আরও পড়ুন: UPSC অধীনে নিয়োগের দারুণ সুযোগ! তাড়াতাড়ি আবেদন করুন

এই পদগুলির জন্য, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি, IRCTC সম্পর্কিত ক্ষেত্রে দু’বছরের অভিজ্ঞতার প্রমাণও প্রয়োজন৷ আরও তথ্যের জন্য এবং আবেদনপত্রের জন্য IRCTC অফিসিয়াল ওয়েবসাইট www.irctc.com দেখা যেতে পারে৷ এই নিয়োগের জন্য, প্রার্থীরা অফিসিয়াল সাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন এবং বিজ্ঞাপনে উল্লিখিত তারিখ এবং স্থানে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন।

advertisement

যোগ্যতা:- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট-এ বিএসসি, ফুড অ্যান্ড কুলিনারি আর্টস-এ বিবিএ/এমবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট- এমবিএ ডিগ্রি থাকা আবশ্যক।

বাছাই প্রক্রিয়া এবং বেতন:-যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে বাছাই করা হবে। সেখানে ভাল নম্বর পেলে নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। তার পর মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই নিয়োগে নির্বাচিত প্রার্থীদের মূল বেতন হবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা। এর সঙ্গে ডেলি অ্যালাওয়েন্স ৩৫০ (শর্ত প্রযোজ্য), লজিং চার্জ ২৪০ টাকা দেওয়া হবে। এছাড়া জাতীয় ছুটির দিনে কাজ করার জন্য ৩৮৪ টাকা এবং স্বাস্থ্যবিমা খাতে প্রতি মাসে ৮০০ টাকা দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/চাকরি/
IRCTC Recruitment 2023: IRCTC-তে প্রচুর নিয়োগের বিরাট সুযোগ! দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল