আইপিপিবি রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩জুলাই, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: DVC-তে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
আবেদন পদ্ধতি: আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন পত্র পূরণ করে তা নির্ধারিত সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (আইপিপিবি) |
পদের নাম: | একজিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট – আইটি), একজিকিউটিভ (কনসালট্যান্ট – আইটি), একজিকিউটিভ (সিনিয়র কনসালট্যান্ট – আইটি) |
শূন্য পদের সংখ্যা: | ৩০টি |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | ১৩.০৬.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৩.০৭.২০২৩ |
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ: প্রতিষ্ঠানের তরফে মোট ৩০টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: কলকাতার টাঁকশালে চাকরির সুবর্ণ সুযোগ! দেরি না-করে আজই আবেদন করুন
বয়সসীমা: আবেদনকারীদের বয়সসীমা নিম্নোক্ত:
একজিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট – আইটি): ২৪ বছর – ৪০ বছর
একজিকিউটিভ (কনসালট্যান্ট – আইটি): ৩০ বছর – ৪০ বছর
একজিকিউটিভ (সিনিয়র কনসালট্যান্ট – আইটি): ৩৫ বছর – ৪০ বছর
বেতনক্রম: আবেদনকারীদের বেতনক্রম নিম্নোক্ত:
একজিকিউটিভ (অ্যাসোসিয়েট কনসালট্যান্ট – আইটি): ১০,০০,০০০ টাকা (বার্ষিক)
একজিকিউটিভ (কনসালট্যান্ট – আইটি): ১৫,০০,০০০ টাকা (বার্ষিক)
একজিকিউটিভ (সিনিয়র কনসালট্যান্ট – আইটি): ২৫,০০,০০০ টাকা (বার্ষিক)
আবেদন ফি: এসসি/ এসটি/ পিডব্লিউডি ক্যাটাগরির প্রার্থীদের থেকে আবেদন ফি নেওয়া হবে ১৫০ টাকা। বাকি সকল প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে ৭৫০ টাকা।
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ অথবা গ্রুপ ডিসকাশন অথবা অনলাইন টেস্টের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।