আইওবি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: নদিয়ায় শাসকদলের জমি নড়বড়ে? ভোটের আগে আজ প্রশাসনিক 'ক্লাস' নেবেন মুখ্যমন্ত্রী
আইওবি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ম্যানেজার-বিজনেস অ্যানালিস্ট- ১টি পদ
ম্যানেজার-ডেটা ইঞ্জিনিয়ার- ২টি পদ
ম্যানেজার-ক্লাউড ইঞ্জিনিয়ার- ১টি পদ
ম্যানেজার-ডেটা সায়েন্টিস্ট- ১টি পদ
ম্যানেজার-নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার- ১টি পদ
ম্যানেজার-ওরাকল ডিবিএ- ২টি পদ
ম্যানেজার-মিডলওয়্যার ইঞ্জিনিয়ার- ১টি পদ
ম্যানেজার-সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটর- ২টি পদ
ম্যানেজার-নেটওয়ার্ক- রাউটিং এবং সুইচিং ইঞ্জিনিয়ার- ২টি পদ
ম্যানেজার-হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার- ১টি পদ
ম্যানেজার-সলিউশন আর্কিটেক্ট- ১টি পদ
ম্যানেজার - ডিজিটাল ব্যাঙ্কিং (আরটিজিএস/এনইএফটি)-১টি পদ
ম্যানেজার - ডিজিটাল ব্যাঙ্কিং (ডেবিট কার্ড এবং এটিএম সুইচ)- ১টি পদ
ম্যানেজার - এটিএম ম্যানেজ সার্ভিসেস এবং এটিএম সুইচ- ২টি পদ
ম্যানেজার - মার্চেন্ট অ্যাকুইজেশন- ১টি পদ
ম্যানেজার - ডিজিটাল ব্যাঙ্কিং (আইবি, এমবি, ইউপিআই)- ৩টি পদ
ব্যবস্থাপক – ডিজিটাল ব্যাঙ্কিং (রিনসিলিয়েশন)-১টি পদ
ম্যানেজার - কমপ্লায়েন্স অ্যান্ড অডিট- ১টি পদ
আরও পড়ুন: 'কাউকে রেয়াত নয়', নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
আইওবি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে।
আইওবি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: বেতন
আইটি প্রফেশনালরা ৪৮১৭০- ১৭৪০/ ১- ৪৯৯১০- ১৯৯০/ ১০– ৬৯৮১০ এই গ্রেডে বেতন পাবেন। মূল বেতন ব্যতীত প্রার্থীরা বিভিন্ন সুবিধা এবং ভাতাও পাবেন।
সরাসরি আবেদন করতে পার্থীরা এই লিঙ্কটিতে কিল করতে পারেন HTTPS://WWW.IOBNET.ORG:4441/RECRUITAPP/RECAPPLICATIONACTION.DO?METHOD=MAINPAGE
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক |
পদের নাম: | ইনফরমেশন টেকনোলজি এবং ডিজিট্যাল ব্যাঙ্কিংয়ে এমএমজি স্কেল II-এ স্পেশালিস্ট অফিসার |
শূন্যপদের সংখ্যা: | ২৫ |
কাজের স্থান: | ভারত |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ৩০.১১.২০২২ |
আইওবি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
বিজনেস অ্যানালিস্ট- প্রার্থীদের সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স/আইটি/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম এমবিএ (যে কোনও স্ট্রিম)/ ফুল টাইম বি.ই./ বি.টেক ডিগ্রি থাকতে হবে। বিজনেস অ্যানালিটিক্সে ফুল টাইম মাস্টার্স ডিগ্রি (বি.ই./ বি. টেক এবং এমবিএ উভয় ক্ষেত্রেই ন্যূনতম ৬০% নম্বর) রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ডেটা ইঞ্জিনিয়ার- প্রার্থীদের সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স/ আইটি/ ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম বি.ই./ বি.টেক./এম.ই./এম.টেক ডিগ্রি বা ডেটা সায়েন্সে/ মেশিন লার্নিং এবং এআই-তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।
ক্লাউড ইঞ্জিনিয়ার- প্রার্থীদের সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স/ আইটি/ ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/এমসিএ ন্যূনতম ৬০% নম্বর সহ বি.ই./ বি.টেক./এম.ই./এম.টেক ডিগ্রি থাকতে হবে। আইআইটি এবং এনআইটি থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ডেটা সায়েন্টিস্ট- প্রার্থীদের সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স/আইটি/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম বি.ই./বি.টেক. বা স্ট্যাটিস্টিক্স/ ইকোনমিক্স/ ম্যাথমেটিক্স/ ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স/ ফাইন্যান্স/ ইকোনমিক্স/ কম্পিউটার সায়েন্স/ ডেটা সায়েন্সে ন্যূনতম ৬০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য পদ- প্রার্থীদের সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ফুলটাইম বি.ই./বি.টেক/এম.ই./ এম.টেক ডিগ্রি থাকতে হবে অথবা ৬০% নম্বর সহ এমসিএ/এমএসসি (কম্পিউটার সায়েন্স)/ এমএসসি (আইটি) ডিগ্রি থাকতে হবে।
আইওবি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
আইওবি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
এসসি/এসটি/পিডব্লুডি- ১০০ টাকা
ইউআর/ইডব্লিউএস/ওবিসি- ৫০০ টাকা