আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
এমটি ড্রাইভার (গ্রেড ৩)- ১০
এমটি ড্রাইভার (গ্রেড ওজি)- ৩
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেহরাদুন |
পদের নাম | এমটি ড্রাইভার (গ্রেড ৩) এবং এমটি ড্রাইভার (গ্রেড ওজি) |
শূন্যপদের সংখ্যা | ১৩ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে |
বয়সসীমা
প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: কলকাতায় মোটা বেতনের চাকরির মহাসুযোগ! আজই আবেদন করুন ন্যাশনাল জ্যুট বোর্ডে
আরও পড়ুন: যাত্রী ভিড় কমাতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালু, কবে কোথা থেকে ছাড়বে? রইল তালিকা
বেতন
এমটি ড্রাইভার (গ্রেড ৩)- ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা
এমটি ড্রাইভার (গ্রেড ওজি)- ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা
আবেদন পদ্ধতি
প্রার্থীদের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথিসহ তা পাঠিয়ে দিতে হবে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেহরাদুনের ঠিকানায়।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/07/INDIAN-MILITRAY-ACADEMY-RECRUITMENT-2023.pdf ক্লিক করতে পারেন।