ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির মহা সুযোগ! ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে ম্যানেজার নিয়োগ চলছে
ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৯৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
পুরুষদের জন্য এসএসসি (টেক)- ৬১টি পদ
মহিলাদের জন্য এসএসসিডব্লু (টেক)- ৩২টি পদ
কোর্সটি ২০২৩ এর অক্টোবরে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি, চেন্নাই, তামিলনাড়ুতে শুরু হতে চলেছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | ইন্ডিয়ান আর্মি |
পদের নাম | শর্ট সার্ভিস কমিশন কোর্স |
শূন্যপদের সংখ্যা | ৯৩ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৯.০২.২০২৩ |
ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ সেমিস্টার বা ইয়ারে রয়েছেন বা শেষ করেছেন তাঁরা এসএসসিতে আবেদন করার যোগ্য। তবে এসএসসিডব্লু প্রার্থীদের নন-টেকনিক্যাল পদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি এবং প্রযুক্তিগত পদের জন্য যে কোনও ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন।
ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এসএসসি টেক পদের জন্য নির্ধারিত বয়সসীমা ২০ থেকে ২৭ বছর। শহিদ ডিফেন্স পার্সোনেলদের স্ত্রীদের জন্য ১ অক্টোবর, ২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: এয়ারপোর্টে চাকরির মহা সুযোগ, মোটা অঙ্কের বেতনে কর্মী নিয়োগ চলছে, জানুন বিশদে
ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রথমে প্রার্থীদের ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in-এ যেতে হবে
হোম পেজে ‘Officer Entry Apply or Login’ অপশনে ক্লিক করতে হবে
পরবর্তী ধাপে নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ার পরে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে
রেজিস্ট্রেশনের পর ড্যাশবোর্ডের ‘অ্যাপ্লাই অনলাইনে'-এ ক্লিক করতে হবে
অ্যাপ্লিকেশন অনুযায়ী সমস্ত তথ্য পূরণ করতে হবে
সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট আপলোড করতে হবে
এবারে প্রার্থীদের ‘সাবমিট’ অপশনে ক্লিক করার আগে আবেদনপত্রটি ক্রস-চেক করতে হবে
প্রার্থীদের ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্টআউট বা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে
ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
প্রথমে শর্ট লিস্ট করে তারপরে ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে।