কী সেই বদল? আগে শারীরিক মাপঝোঁক হত, অর্থাৎ মেডিকেল টেস্টের পর হত ফিজিক্যাল টেস্ট। এবার থেকে ভারতীয় সেনায় নিয়োগে আনা হল বড়সড় পরিবর্তন।
২০২৩-২৪ এ নিয়োগের ক্ষেত্রে আগে প্রার্থীদের দিতে হবে অনলাইন টেস্ট। কম্পিউটার নির্ভর এই পরীক্ষা। আর পরীক্ষায় বসতে হলে প্রার্থীদের অনলাইনে গিয়েই রেজিস্ট্রেশন করতে হবে। যা শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত।
advertisement
আরও পড়ুন- মুখে দিলেই গলে যায়, জনপ্রিয় ঢাকেশ্বরীর কালাকাঁদ! কী বিশেষত্ব জানুন
রেজিস্ট্রেশন ফি করা হয়েছে ২৫০ টাকা। আর অনলাইন পরীক্ষা হবে আগামী ১৭ এপ্রিল। দেশের বিভিন্ন প্রান্তে একযোগে হবে এই পরীক্ষা। আজ শিলিগুড়িতে একথা জানান সেনাবাহিনীর উত্তরবঙ্গ ও সিকিমের নিয়োগ প্রক্রিয়ার ডিরেক্টর কর্ণেল সন্দীপ কুমার।
উত্তরবঙ্গের প্রার্থীদের জন্যে শিলিগুড়িকে এবং সিকিমের প্রার্থীদের জন্যে গ্যাংটককে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কিছু তথ্য সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে পেয়ে যাবে আগ্রহীরা।
আর রেজিস্ট্রেশনের জন্যে প্রার্থীদের কম্পিউটারে গিয়ে মাউসে ক্লিক করতে হবে www.joinindianarmy.nic.in -তে। তাহলেই বিস্তারিত সব তথ্য সামনে চলে আসবে।
নতুন এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সুবিধে হল, আগে মেডিকেল টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট করে পাস করা প্রার্থীরা পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে সেনায় যোগ দেওয়া অধরাই থেকে যেত। এবারে আগে হবে অনলাইন টেস্ট। পাস করলেই প্রার্থীদের মেডিকেল টেস্ট ও ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে।
এতে ফিজিক্যাল পরীক্ষায় গিয়ে প্রার্থীদের সংখ্যা যেমন কমবে, তেমনই তথ্য প্রযুক্তির অর্জনের ক্ষেত্রেও প্রার্থীরা আরো উন্নত হবে। সেনাবাহিনীর "অগ্নিবীর" নিয়োগের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হল।
আরও পড়ুন- গভীর রাতে জোরাল শব্দ! ছুটে এসে শিউরে উঠলেন নকশালবাড়ির বাসিন্দারা
স্বচ্ছতার বিষয়টি যেমন গুরুত্ব পাবে, তেমনি প্রার্থীদেরও নলেজ টেস্ট হয়ে যাবে। শিলিগুড়ির শালুগাড়ায় হবে এই পরীক্ষা। নিয়োগের ডিরেক্টর আরও জানান, সব শূন্য পদেই এবার নিয়োগ করা হবে। প্রার্থীরা ইচ্ছে হলে ফোন করতে পারেন ০৩৫৩-২৫৯০০৪০ অথবা ৮৯০০০৯২১৯৪ নম্বরে।