নির্বাচন পদ্ধতি: NDA অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষা (UPSC NDA Exam) দিতে হবে। প্রতি বছর UPSC এই পরীক্ষার আয়োজন করে।
যোগ্যতা: দ্বাদশ শ্রেণীতে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত প্রভৃতি বিষয় থাকতে হবে।
আরও পড়ুন: DVC-তে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
বয়স: বয়স হতে হবে ১৬ থেকে ১৯ বছরের মধ্যে।
advertisement
আবেদনের পদ্ধতি: প্রতি বছর NDA পরীক্ষার ফর্ম বের হয়। প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের পর UPSC ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
নির্বাচন প্রক্রিয়া: UPSC NDA পরীক্ষায়, প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং SSB সাক্ষাত্কারের মাধ্যমে নির্বাচিত করা হয়। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের SSB ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।
আরও পড়ুন: কলকাতায় মোটা বেতনের চাকরির মহাসুযোগ! আজই আবেদন করুন ন্যাশনাল জ্যুট বোর্ডে
পরীক্ষার ধরণ: দুটি ধাপে এই পরীক্ষা হয়।
লিখিত পরীক্ষায় গণিত এবং সাধারণ জ্ঞান ২ টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। গণিত থেকে ৩০০ টি প্রশ্ন এবং সাধারণ জ্ঞান থেকে ৬০০ টি প্রশ্ন থাকবে অর্থাৎ পদার্থবিদ্যা, রসায়ন, সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল এবং কারেণ্ট অ্যাফেয়ার্স প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন থাকবে।
লিখিত পরীক্ষায় পাশ করলে SSB ইন্টারভিউ হয়। এই ইন্টারভিউ প্রক্রিয়াটি ৫ দিন ধরে হবে। পুরো ইন্টারভিউটিতে থাকে ৯০০ নম্বর। বিমান বাহিনীতে যোগদানের জন্য প্রার্থীকে কম্পিউটারাইজড পাইলট সিকিউরিটি সিস্টেমের জ্ঞানও অর্জন করতে হবে।