আবেদনের তারিখ
আইপিপিবি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। একাধিক আবেদন কিন্তু সংক্ষিপ্ত ভাবে নাকচ করা হবে।
advertisement
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৯টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
একজিকিউটিভ - ৫৯টি পদ
সংস্থা | ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক |
পদের নাম | গ্রামীণ ডাক সেবক |
শূন্য পদের সংখ্যা | ৫৯ |
কাজের স্থান | অসম এবং উত্তর-পূর্ব ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | ০১.০৩.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান অথবা কোনও বোর্ড থেকে স্নাতক ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ বছর থেকে ৩৫ বছর (১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী)-এর মধ্যে হতে হবে। ১৫ ফেব্রুয়ারি, ১৯৮৮ তারিখের আগে জন্মানো প্রার্থীরা এবং ১ ফেব্রুয়ারি, ২০০৩ তারিখের পরে জন্মানো প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন: ভারতীয় রেলে লক্ষ লক্ষ শূন্যপদে নিয়োগ হবে, রাজ্যসভায় ঘোষণা রেলমন্ত্রীর! জানুন
আরও পড়ুন: মাধ্যমিক উত্তীর্ণদের জন্য চাকরির দারুণ সুযোগ, ১১ হাজার পদে নিয়োগ SSC-র, জানুন
বেতনক্রম
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, নির্বাচিত এবং নিযুক্ত প্রার্থীরা মাসিক ৩০০০০ টাকা বেতন পাবেন।
মেয়াদ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের মেয়াদ হবে দুই বছরের জন্য। ভাল পারফর্ম করলে সেই মেয়াদ প্রয়োজনে আরও এক বছরের জন্য বাড়ানো হতে পারে। প্রতি ছয় মাস অন্তর পারফরমেন্স পর্যালোচনা করে দেখা হবে।
নিয়োগের প্রক্রিয়া
অসম এবং উত্তর-পূর্ব ভারতে এই ব্যাঙ্কের বিভিন্ন শাখায় পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যদি বেশি পরিমাণে আবেদনপত্র জমা পড়ে, তা-হলে নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ ডিসকাশনের মতো বিষয়ও সামিল করবে ব্যাঙ্ক।
আবেদন পদ্ধতি
আবেদন ফর্ম পূরণ করে যোগ্য প্রার্থীদের jobsdop@ippbonline.in -এ পাঠাতে হবে। প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/02/Post-payment-bank-pdf.pdf ক্লিক করতে পারেন।