ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট কলকাতা রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৭ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: IIT খড়গপুরে চাকরির দারুণ সুযোগ! জেনে নিন
আবেদন পদ্ধতি: আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীরা এই ঠিকানায় https://igmkolkata.spmcil.com/en/ গিয়ে আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট কলকাতা |
পদের নাম: | সুপারভাইজার, এনগ্রেভার, জুনিয়র টেকনিশিয়ান |
শূন্য পদের সংখ্যা: | ৯ |
কাজের স্থান: | কলকাতা |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | ০৮.০৬.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৭.০৭.২০২৩ |
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ: প্রতিষ্ঠানের তরফে মোট ৯টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সুপারভাইজার – ১টি পদ
এনগ্রেভার – ২টি পদ
জুনিয়র টেকনিশিয়ান – ৬টি পদ
আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুর DHFWS-এ চাকরির বিরাট সুযোগ! দেখে নিন
শিক্ষাগত যোগ্যতা: সুপারভাইজার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।
এনগ্রেভার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ফাইন আর্টস বিষয়ের উপর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ফুল টাইম আইটিআই ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
বয়সসীমা: সুপারভাইজার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা হবে – ১৮ থেকে ৩০ বছরের মধ্যে
এনগ্রেভার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা হবে – ১৮ থেকে ২৮ বছরের মধ্যে
জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা হবে – ১৮ থেকে ২৫ বছরের মধ্যে
বেতনক্রম:
বিভিন্ন পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বেতনক্রম নিম্নোক্ত:
সুপারভাইজার: ২৭৬০০ টাকা – ৯৫৯১০ টাকা
এনগ্রেভার: ২৩৯১০ টাকা – ৮৫৫৭০ টাকা
জুনিয়র টেকনিশিয়ান: ১৮৮৭০ টাকা – ৬৭৩৯০ টাকা
আবেদন ফি: প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ৬০০ টাকা। আর সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে ২০০ টাকা।