আরও পড়ুন:রাতভর মাঠে-মাঠে ঘুরছেন বিডিও, চন্দ্রকোনায় হঠাৎ হল টা কী? চাঞ্চল্য এলাকায়
আরও পড়ুন: গেরুয়া রাজনীতির সঙ্গে তফাৎ কী! 'সঠিক ইতিহাস' পড়াবে সিপিআইএম, শহরের ২৫ জায়গায় চলছে ক্লাস
আইআইটির তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্টে এ বার অংশ নিয়েছিল বিশ্বের তাবড়তাবড় মোট ৩৪টি কোম্পানি৷ এর মধ্যে মোট ১৬টি আন্তর্জাতিক চাকরির অফার এসেছে প্রথম দিনেই৷ অফার করা সর্বোচ্চ বেতনের পরিমাণ দাঁড়িয়েছে ২.৬ কোটি টাকা৷ এ বারে প্রথম দিনের ক্যাম্পাসিংয়ে যে সংস্থাগুলি এসেছিল তার মধ্যে রয়েছে অ্যাপল, এয়ারবাস, আলফাগ্রেপ. ক্যাপিটাল ওয়ান, ইএক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটেন, মাইক্রোসফট, রুব্রিক, স্কোয়্যার পয়েন্ট৷
advertisement
প্রথম দিনেই মোট ৭০টি চাকরির জন্য প্রার্থী বাছাই করেছে সংস্থাগুলি৷ সফটওয়্যার, অ্যানালিটিকস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ খোঁজা হয়েছে৷ ডিসেম্বরের ১ তারিখে এই প্লেসমেন্ট সেশন শুরু হয়েছে৷ খড়্গপুর এ বছর মোট ৮০০-এর বেশি ইন্টার্নশিপ অফার পেয়েছে৷ সারা পৃথিবীর ১৪০টির বেশি সংস্থা এ বারে এই বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার্ন চেয়েছেন৷
Shankar Rai