TRENDING:

Recruitment 2022: আইআইটি যোধপুরে বিভিন্ন পদে নিয়োগ, বিশদে জানুন ও আবেদন করুন

Last Updated:

প্রার্থীদের আগামী ১৭ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর: সম্প্রতি যোধপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নন-টিচিং অর্থাৎ টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি রেজিস্ট্রার, ম্যানেজার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মেডিকেল অফিসার, স্পোর্টস অফিসার এবং অন্যান্য পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিস অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আইআইটি যোধপুরে চাকরি
আইআইটি যোধপুরে চাকরি
advertisement

আইআইটি যোধপুর রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, হবে ঝেঁপে বৃষ্টি! কলকাতা-সহ গোটা রাজ্যের পুজো মাটি হওয়ার আশঙ্কা

আইআইটি যোধপুর রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৫৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

নন-টিচিং- ১৫৩টি পদ

ডেপুটি রেজিস্ট্রার- ১টি পদ

বেতন ছাড়াও প্রার্থীরা ভারত সরকারের নিয়ম অনুযায়ী এতে বেসিক পে, ডিএ, মেডিক্যালের সুবিধে এবং ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স পাবেন।

advertisement

আরও পড়ুন: নেই দাদা, ভাবতেই পারছে না একডালিয়া! সুব্রত-হীন পুজো যেন এভারগ্রিন নয়

আইআইটি জোধপুর রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি

যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে https://iitj.ac.in/ যেতে হবে

তারপরে নন-টিচিং স্টাফের লিঙ্কে No.: IITJ/O(E-II)/2022-23/Non- Academic Staff/47 ক্লিক করতে হবে

রেজিস্টারে ক্লিক করে লগইন আইডি, পাসওয়ার্ড তৈরি করতে হবে

advertisement

রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে

আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন ফি ও আবেদনপত্র জমা করতে হবে

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://oa.iitj.ac.in/OA_REC/ করে দেখতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement

সংস্থা: যোধপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি
পদের নাম: নন-টিচিং ও ডেপুটি রেজিস্ট্রার
শূন্যপদের সংখ্যা: ১৫৪
কাজের স্থান: যোধপুর
কাজের ধরন: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ১৭-১০-২০২২

আইআইটি যোধপুর রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা

বয়সের উর্ধ্বসীমা ০১.১১.২০২২ তারিখ অনুযায়ী সর্বাধিক ২৫ বছর। এসসি ও এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১০ বছরের শিথিলতা দেওয়া হয়েছে।

আইআইটি যোধপুর রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

পে লেভেল ১০ এবং তার ওপরে থাকা পদে আবেদনকারীদের ১০০০ তাকা আবেদন ফি এবং অন্য সব পদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এসসি, এসটি, পিডব্লুডি, প্রাক্তন সেনা, মহিলা, ইডব্লুএস বিভাগের প্রার্থী এবং আইআইটি যোধপুরের রেগুলার কর্মচারীদের আবেদনের ফি দিতে হবে না।

বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2022: আইআইটি যোধপুরে বিভিন্ন পদে নিয়োগ, বিশদে জানুন ও আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল