ইন্টারভিউয়ের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর, ২০২২ তারিখে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তি নম্বর- NIIRNCD/DNMS Proj./Rectt./2022-23
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
প্রজেক্ট টেকনিক্যাল অফিসার- ৩টি পদ
জুনিয়র নার্স- ১টি পদ
ল্যাবরেটরি টেকনিশিয়ান- ১টি পদ
ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড-বি- ১টি পদ
আরও পড়ুন : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দিল্লিতে বিপুল পদে নিয়োগ! দারুণ সুযোগটি জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমপ্লিমেন্টেশন রিসার্চ অন নন-কমিউনিকেবল ডিজিজেস সেন্টার, জোধপুর |
পদের নাম: | প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, জুনিয়র নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ডেটা এন্ট্রি অপারেটর |
শূন্যপদের সংখ্যা: | ৬ |
কাজের স্থান: | জোধপুর |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | বিশদ দেখুন |
ইন্টারভিউয়ের তারিখ: | ২১.১১.২০২২ |
আরও পড়ুন : অস্কারে মনোনীত পাকিস্তানি ছবি 'জয়ল্যান্ড'! নিজের দেশেই নিষিদ্ধ করা হল কেন?
নির্বাচন প্রক্রিয়া:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে প্রতিষ্ঠান সূত্রে বিশেষ ভাবে জানানো হয়েছে যে, উপস্থিত প্রার্থীদের সংখ্যা ৩০ জনের বেশি হলে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা:
প্রজেক্ট টেকনিক্যাল অফিসার- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সোশ্যাল ওয়ার্ক/পপুলেশন স্টাডিজ/ সোশিওলজি/ সাইকোলজি ইত্যাদি শাখায় গ্র্যাজুয়েট বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীদের ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
প্রজেক্ট টেকনিক্যাল অফিসার- মাসিক ৩২,০০০ টাকা
জুনিয়র নার্স- মাসিক ১৮,০০০ টাকা
ল্যাবরেটরি টেকনিশিয়ান- মাসিক ১৮,০০০ টাকা
ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড-বি- মাসিক ১৮,০০০ টাকা
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আইসিএমআর ও এনআইআইআরএনসিডি-র ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য ডকুমেন্ট সহ ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।