কীভাবে আবেদন করবেন ?
ধাপ ১: প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in- এ যান
ধাপ ২: হোমপেজে গিয়ে ‘RRB PO Clerk Application Link’-এ ক্লিক করুন।
ধাপ ৩: এবার “CLICK HERE FOR NEW REGISTRATION”- এ ক্লিক করে সমস্ত তথ্য দিন
ধাপ ৪: রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ছবি, সিগনেচর, এবং বুড়ো আঙুলের ছাপ দিন৷
advertisement
ধাপ ৫: অনলাইন প্রক্রিয়া আবেদন ফি জমা দিন
আবেদন ফি
SC/ST/PWBD/EXSM – ১৭৫ টাকা
অন্যান্য সকলের জন্য – ৮৫০ টাকা
আরও পড়ুন: রাজ্য পুলিশ লেডি কনস্টেবল পদে আবেদনপত্রের সংশোধন চলছে! জানুন বিশদে
নিয়োগ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন এক নজরে
সংস্থার নাম | IBPS (Institute of Banking Personnel Selection) |
নোটিফিকেশনের নাম | CRP RRB –XII |
পরীক্ষার নাম | BPS ক্লার্ক 2023 IBPS পিও 2023 IBPS অফিসার স্কেল ২ এবং ৩ 2023 |
পদের নাম |
গ্রুপ ‘‘A’’-অফিসার (স্কেল-I, II & III) গ্রুপ ‘‘B’’- অফিস অ্যাসিসট্যান্ট (মাল্টিপারপাস)
|
শূন্যপদের সংখ্যা | প্রায় ৮৬০০ |
আবেদনের তারিখ | ১ জুন থেকে ২১ জুন ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
পরীক্ষার ধরন | অনলাইন |
প্রার্থী বাছাই প্রক্রিয়ার ধাপ | প্রিলিমস্ মেইনস্ ইন্টারভিউ |
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 3:01 PM IST