আগামী ১৮ মে অর্থাৎ শনিবার বেগুসরাইয়ের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে কর্মসংস্থান মেলার আয়োজন করা হচ্ছে। ১৮ বছর থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা ক্যাম্পে অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টের মধ্যে আসতে বলা হয়েছে। এর জন্য এনএসসি পোর্টালে প্রার্থীদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।
advertisement
আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল সিক্রেট টিপস
ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আধিকারিক রানা অমিতেশ বলেন, যে সব বেকার যুবকরা ম্যাট্রিকুলেশন পাশ করেছেন, হিন্দি জানেন এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাঁদের জন্য সুখবর। গোয়া, নয়ডা, গুরগাঁও, হায়দরাবাদ, চেন্নাইয়ের মতো দেশের বড় শহরগুলিতে বেকাররা চাকরির সুযোগ পাবেন।
কত বেতন মিলবে: ডিলার, ক্যাশিয়ার, রাইডার, হেল্পার, কাস্টমার সার্ভিস, কিচেন সার্ভিস, ফুড প্যাকিং সহ মোট ১০টি পদে প্রার্থী বাছাই করা হবে। ডিলার ও ক্যাশিয়ার পদে ১০০ জন তরুণ-তরুণীকে চাকরি দেওয়া হবে। সব মিলিয়ে এবার মোট ৩০০ জন বেকার প্রার্থীকে চাকরি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। নির্ধারণ করা হয়েছিল, নির্বাচিত প্রার্থীদের ১১ হাজার টাকা থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস: প্রার্থীদের বেগুসরাই ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে পৌঁছতে হবে। এর জন্য বেগুসরাই বাসস্ট্যান্ড বা রেলস্টেশন থেকে পানহাস চক পর্যন্ত যে কোনও গাড়িতে যাওয়া যায়। পানহাস চকে পৌঁছানোর পরে, প্রার্থীরা বীর কুনওয়ার সিং মূর্তির পূর্ব দিকে অবস্থিত আইটিআই ক্যাম্পাসে গিয়ে কিংবা ইউনাইটেড শ্রম ভবনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে পারেন।
প্রসঙ্গত, এর আগে বেগুসরাইয়ে বেকার যুবক যুবতীদের জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একটানা ৬ দিন চাকরি শিবিরের আয়োজন করা হয়েছিল। সেবারও শতাধিক প্রার্থী চাকরি পান। এবার ফের জব ক্যাম্প শুরু হচ্ছে।