পশ্চিমবঙ্গ সরকারি নিয়োগ ২০২৪
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে পঞ্চায়েতের প্রতিটি স্তরেই নিয়োগ করবে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ সরকারি নিয়োগ ২০২৪: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৬,৬৫২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
পরবর্তীতে আরও ১০০০টি শূন্যপদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আপাতত নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, এই ১০০০টি শূন্যপদে ফায়ার অপারেটরদের নিয়োগ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে সিলমোহর দিয়েছেন।
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করেছেন? কলকাতা পুলিশে চাকরির দারুণ সুযোগ রয়েছে, আজই আবেদন করুন
তবে এই অনুমোদন প্রথম নয়, এর আগেও রাজ্য সরকারের পঞ্চায়েত স্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে এভাবে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করাতে সংশ্লিষ্ট মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে। অনেকেই ভাবছেন যে, বিভিন্ন নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জেরবার হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অনেকেই এটাকে চরিত্র শোধন করার সমান ভাবছেন।
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯.৯% জানে না!
প্রসঙ্গত, গত বুধবারই কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত পদে প্রায় ৩,৮০০ জনকে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ১ মার্চ। আবার এর কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। রাজ্যের মোট ২০২টি থানার জন্য ৫২৯জনের এসআই শূন্যপদে নিয়োগ করবে রাজ্য পুলিশ।
সরকারি পদে নিয়োগের পাশাপাশি রাজ্য বর্তমানে বেসরকারি কর্মসংস্থানের দিকেও নজর দিয়েছে। গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী পুরুলিয়ার রঘুনাথপুর ইস্পাত কারখানার উদ্বোধন করেন।