একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় রাজ্য জুড়ে প্রায় ১০০০টি পরীক্ষা কেন্দ্র থেকে এই ছবি সরাসরি চলে আসবে পর্ষদের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকছে,ঘরে বসে পরীক্ষা দিচ্ছে, বায়োমেট্রিক অ্যাটেনডেন্স-এর পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হচ্ছে পরীক্ষার্থীদের, প্রশ্নপত্র দেওয়া হচ্ছে, সব ছবি লাইভে আসবে পর্ষদের কাছে।
আরও পড়ুন: 'আমরা ডোবারম্যান, সাদা হাতি, পরাশ্রয়ী নই! সুদীপকে তুমুল আক্রমণ তাপসের, অস্বস্তিতে তৃণমূল
advertisement
আরও পড়ুন: অস্বস্তিতে তৃণমূল, সুদীপ-তাপস দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই
সাধারণত নিট, জেইই-এর মত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি এই ভাবেই পরিচালিত করা হয়। সেই ধাঁচেই পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের কেন্দ্রীয় কন্ট্রোলরুমে ২৪ ঘন্টা ব্যাপী চলবে এই নজরদারি ব্যবস্থা। এর জন্য একাধিক মনিটর লাগানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কন্ট্রোলরুমে। যার মাধ্যমে লাইভ কভারেজে পর্ষদ সরাসরি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নজর রাখতে পারবে। কোনও পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হলে তার তথ্য ও পর্ষদের কাছে তৎক্ষণাৎ চলে আসবে।
এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন "আমরা স্বচ্ছ ভাবে পরীক্ষা পরিচালনা করতে চাই। এই ব্যবস্থা নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে পরীক্ষা ব্যবস্থা কে পরিচালনা করবে বলেই আশা রাখি।" রবিবার দুপুর বারোটা থেকে শুরু হবে টেট। দুপুর ২.৩০ টে পর্যন্ত হবে এই পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ন’টা থেকে ঢুকতে হবে। বায়োমেট্রিক অ্যাটেনডেন্স এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পরই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। সব মিলিয়ে প্রাথমিকের টেটকে কেন্দ্র করে নজিরবিহীন পদক্ষেপ পর্ষদের। পরীক্ষা কেন্দ্রে এক ঘন্টার আগে প্রশ্নপত্র পাঠানো হবে না। এই মর্মে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্র গুলিকেও নির্দেশিকা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার টেটের প্রস্তুতি নিয়ে স্কুল শিক্ষা দফতরের সঙ্গেও এক প্রস্থ বৈঠক হয়েছে পর্ষদের বলেই সূত্রের খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়