৫৭৭ টি পদে নিয়োগ করছে ইউপিএসসি ইপিএফও
দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ৫৭৭ টি পদে কর্মী নিচ্ছে৷ এই শূন্যপদগুলির মধ্যে রয়েছে ১১৫ টি সহকারী অ্যাসিসট্যান্ট প্রভিডেন্ড ফান্ড কমিশনার,এবং ৪১৮ জন এনফোর্সমেন্ট অফিসার বা অ্যাকাউন্টনস অফিসার পদে প্রার্থী নিয়োগ করছে ইউপিএসসি৷ আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মার্চ সন্ধ্যে ৬টা৷
advertisement
বিএসএফে কনস্টেবল (ট্রেডসম্যান) পদে ১২৮৪ সংখ্যক কর্মী নিয়োগ
কনস্টেবল (ট্রেডসম্যান) পদে ১২৮৪ সংখ্যক কর্মী নিয়োগ করছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ৷ এঁদের মধ্যে ১২২০ টি পদ পুরুষদের জন্য এবং ৬৪ টি পদ মহিলাদের জন্য নির্ধারিত৷ আবেদনের শেষ সময়সীমা মার্চ ২৭৷ নির্বাচিত প্রার্থীরা প্রায় ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন, সঙ্গে কেন্দ্রীয় সরকারের চাকরির অন্যান্য সমস্তরকম সুবিধা পাবেন৷
আরও পড়ুন: ICAI CA পরীক্ষার ফর্ম ফিলাপে ভুল হয়েছে? সংশোধনের জন্য থাকছে সুযোগ! হবু আইনজীবীরা এখনই দেখুন
ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক ম্যানেজর পদে ১৪৭ জন প্রার্থী নিচ্ছে
ম্যানেজরের পদে ১৪৭ জন প্রার্থী নিয়োগ করছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ ১৪৭ টি পদের মধ্যে ৭৫ টি পদে ম্যানেজর এবং ৩৬ টি পদে সিনিয়র ম্যানেজর, ১৩ জন চিফ ম্যানেজর এবং ১২ জন অ্যাসিট্যান্ট ম্যানেজর নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ রেজিস্ট্রেশন ফি হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা দিতে হবে৷ এসসি/এসটি/পিডাব্লিউবিডি এবং মহিলাদের কোনও ফি দিতে হবে না৷ ইচ্ছুক প্রার্থীরা মার্চ ১৫ তারিখের মধ্যে আবেদন করুন৷
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদাতে অফিসার পদে চলছে নিয়োগ! এখনই আবেদন করুন
দিউ মৈত্রেয়ী কলেজে ১০৯ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
ইউনিভার্সিটি অফ দিল্লি মৈত্রেয়ী কলেজে মোট ১৭ টি ডিপার্টমেন্টে ১০৯ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করতে চলেছে৷ আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও কলেজ বা ইউনিভার্সিটি থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে৷ কোনও স্বীকৃত বিদেশী ইউনিভার্সিটি থেকে এই যোগ্যতা থাকলেও প্রার্থী আবেদন করতে পারবেন৷ তবে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই নেট বা ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট পাশ করতে হবে৷
১৭৩টি সম্মিলিত রাজ্য/উচ্চ অধীনস্থ পরিষেবাগুলির জন্য ইউপিপিএসসি রিক্রুটমেন্ট
উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিপিএসসি উত্তরপ্রদেশ ১৭৩ টি পদে প্রার্থী নিয়োগ নিয়োগ করছে৷ যোগ্য প্রার্থীরা এপ্রিলের ৩ থেকে ৫ তারিখের মধ্যে আবেদন করুন৷ ইউপিপিএসসি-এর প্রিলিমিনারি পরীক্ষা হবে মে ১৪ তারিখে৷