TRENDING:

ESIC Recruitment 2022: স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনে মাসিক ৯২০০০ টাকা বেতনের চাকরি, আবেদন করুন এখনই

Last Updated:

ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর, ২০২২ সকাল ১০টা থেকে বিকেল ৩টে বেজে ৩০ মিনিট পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের (Employees State Insurance Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট, রেসিডেন্ট এবং সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

ESIC Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর, ২০২২ সকাল ১০টা থেকে বিকেল ৩টে বেজে ৩০ মিনিট পর্যন্ত। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

ESIC Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া

advertisement

০৩.১০.২০২২ তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। ইন্টারভিউয়ের স্থান এবং তারিখের বিশদ বিবরণ ESIC-এর ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে ৭000 শূন্যপদে নিয়োগ! কীভাবে চাকরি পাবেন জানুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://www.esic.nic.in/attachments/recruitmentfile/9eebcccd3dfa44f2fc039feaec0a6ff5.pdf ক্লিক করে দেখতে পারেন।

advertisement

ESIC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে ১৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য

সংস্থা এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (Employees State Insurance Corporation)
পদের নাম স্পেশালিস্ট, রেসিডেন্ট এবং সিনিয়র রেসিডেন্ট
শূন্যপদের সংখ্যা ১৪
কাজের স্থান ভারত
কাজের ধরন বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি ইন্টারভিউ
আবেদন শুরু বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি বিশদ দেখুন
ইন্টারভিউয়ের তারিখ ০৩.১০.২০২২

advertisement

ESIC Recruitment 2022: আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন: মোটা মাইনে, কেন্দ্রীয় রেলের স্কুলে শিক্ষক নিয়োগ! আজই আবেদন জমা দিন

জুনিয়র স্পেশালিস্ট গ্রেড II-এর জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির পর ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অন্য দিকে, সিনিয়র স্পেশালিস্ট গ্রেড II-এর জন্য ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

advertisement

ESIC Recruitment 2022: বয়সসীমা

০৩.১০.২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স স্পেশালিস্ট পদের জন্য ৬৭ বছরের মধ্যে হতে হবে, অন্য দিকে সিনিয়র রেসিডেন্ট পদের জন্য ৩৭ বছরের মধ্যে হতে হবে এবং রেসিডেন্ট পদের জন্য ৬৪ বছরের মধ্যে হতে হবে।

ESIC Recruitment 2022: বেতন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা স্পেশালিস্ট পদের জন্য প্রতি মাসে ৬০০০০+১৫,০০০ এবং সিনিয়র রেসিডেন্ট পদের জন্য প্রতি মাসে ৯২০০০ টাকা বেতন পাবেন৷ নির্বাচিত কিছু রেসিডেন্টদের বোর্ডের তরফে প্রতি মাসে ৬০০০০+১২০০০ টাকা বেতন পাবেন।

বাংলা খবর/ খবর/চাকরি/
ESIC Recruitment 2022: স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনে মাসিক ৯২০০০ টাকা বেতনের চাকরি, আবেদন করুন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল