ডিএইচএফডব্লিউএস দক্ষিণ দিনাজপুর রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ জুন, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবলের চাকরির দারুণ সুযোগ! দেখে নিন
advertisement
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ডিএইচএফডব্লিউএস দক্ষিণ দিনাজপুর |
পদের নাম: | বিশদ দেখুন |
শূন্যপদের সংখ্যা: | ৫৬ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | ১২.০৬.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৭.০৬.২০২৩ |
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ: প্রতিষ্ঠানের তরফে মোট ৫৬টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
বিপিএইচইউ-র জন্য:
ব্লক এপিডেমিওলজিস্ট – ২টি পদ
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার – ২টি পদ
ল্যাবরেটরি টেকনিশিয়ান – ৪টি পদ
ব্লক ডেটা ম্যানেজার – ২টি পদ
ইউএইচডব্লিউসি-র জন্য:
মেডিকেল অফিসার – ৯টি পদ
স্টাফ নার্স – ৯টি পদ
সিএইচএ(ইউ) – ৯টি পদ
পলিক্লিনিক ও স্পেশালিস্ট সার্ভিসের জন্য:
স্টাফ নার্স – ১টি পদ
কাউন্সিলর – ১টি পদ
স্পেশালিস্ট (মেডিসিন) – ১টি পদ
স্পেশালিস্ট (পেডিয়াট্রিক্স) – ১টি পদ
স্পেশালিস্ট (জিঅ্যান্ডও) – ১টি পদ
স্পেশালিস্ট (অপথ্যালমোলজিস্ট) – ১টি পদ
এনএইচএম-এর জন্য:
ডেন্টাল টেকনিশিয়ান – ১টি পদ
অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট-আরবিএসকে – ১টি পদ
সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার – ২টি পদ
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার – ৮টি পদ
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) – ১টি পদ
আরও পড়ুন: টিচিং এবং নন-টিচিং পদে ৩৫ হাজারের বেশি শূন্যপদে চাকরির বিরাট সুযোগ! দেখে নিন
আবেদন পদ্ধতি: আবেদন ফর্ম পূরণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এই লিঙ্কের https://ddinajpur.nic.in/notice_category/recruitment/ মাধ্যমেই আবেদন করা যেতে পারে।
বয়সসীমা: এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৪০ বছর থেকে ৬৭ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের পদ্ধতি: কম্পিউটারের পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদন ফি: জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১০০ টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০ টাকা ধার্য করা হয়েছে।