ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
রেজিস্ট্রার এবং সিপিও- ১টি পদ
সিনিয়র ম্যানেজার- ২টি পদ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- ১টি পদ
অ্যাকাউন্টেন্ট- ১টি পদ
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- ১টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন |
পদের নাম | রেজিস্ট্রার এবং সিপিও, সিনিয়র ম্যানেজার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, অ্যাকাউন্টেন্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা | ৮ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৬.০৫.২৩ |
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
রেজিস্ট্রার এবং সিপিও- লেভেল ১৩ অনুযায়ী (১২৩১০০- ২১৫৯০০ টাকা) মাসিক বেতন দেওয়া হবে।
সিনিয়র ম্যানেজার- লেভেল ১৩ অনুযায়ী (১২৩১০০- ২১৫৯০০) মাসিক বেতন দেওয়া হবে।
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- লেভেল ৬ অনুযায়ী (৩৫৪০০- ১১২৪০০) মাসিক বেতন দেওয়া হবে।
অ্যাকাউন্টেন্ট- লেভেল ৬ অনুযায়ী (৩৫৪০০- ১১২৪০০) মাসিক বেতন দেওয়া হবে।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- লেভেল ৬ অনুযায়ী (৩৫৪০০- ১১২৪০০) মাসিক বেতন দেওয়া হবে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- লেভেল ৪ অনুযায়ী (২৫৫০০- ৮১১০০) মাসিক বেতন দেওয়া হবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান নেভিতে চাকরির বিরাট সুযোগ! দেখে নিন
আরও পড়ুন: UPSC অধীনে নিয়োগের দারুণ সুযোগ! তাড়াতাড়ি আবেদন করুন
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
সর্বোচ্চ ৫৬ বছর।
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
রেজিস্ট্রার এবং সিপিও- পার্সোনেল ফিনান্সে পিজি ডিপ্লোমা এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতা
সিনিয়র ম্যানেজার- ৬০% নম্বর সহ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ বিটেক/ এমএসসি ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর- যাঁরা লেভেল ৫ বা সমমানের পদে ৬ বছরের নিয়মিত পরিষেবা দিয়েছেন বা যাঁরা লেভেল ৪ অনুযায়ী ১০ বছরের নিয়মিত পরিষেবা দিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য
অ্যাকাউন্টেন্ট- যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক ডিগ্রি সহ কমার্সিয়াল, ফিনান্স এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনও দায়িত্বশীল পদে যাঁদের ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং কম্পিউটারাইজড অ্যাকাউন্টিংয়ে দক্ষ তাঁরা আবেদনের যোগ্য।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- স্নাতক ডিগ্রি সহ প্রতি মিনিটে ১২০/১০০ শব্দের শর্টহ্যান্ড টাইপিংয়ে দক্ষরা আবেদনের যোগ্য।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- স্নাতক ডিগ্রি সহ কম্পিউটারে কাজের অভিজ্ঞতা রয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।