অফিসিয়াল ওয়েবসাইট- https://ctet.nic.in/
যেসমস্ত আবেদনকারীরা এপ্রিল ২৭,২০২৩ থেকে মে ২৬, ২০২৩-এর মধ্যে আবেদন পত্র জমা দেওয়া এবং ফি দেওয়ার মতো কাজগুলি সম্পন্ন করেছেন, তাঁরা অ্যাডমিট কার্ড পাবেন৷ প্রার্থীদের অ্যাডমিড কার্ড পাওয়ার জন্য নির্ধারিত সাইটে লগইন করতে হবে৷
অগাস্ট ২০, ২০২৩ তারিখে সিটেট পরীক্ষা হবে৷ পরীক্ষা হবে ওএমআর শীটে অফলাইন মোডে৷ কোন শহরে পরীক্ষার সিট পড়বে সেই তথ্য অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে৷
advertisement
ই-অ্যাডমিড কার্ডে যদি কোনও ভুলভ্রান্তি থাকে তবে সিটেট ইউনিটকে জানাতে হবে তৎক্ষণাৎ৷ প্রথম ধাপের (শিফ্ট-I) পরীক্ষার জন্য পরীক্ষার কেন্দ্রে রিপোর্টিং টাইম হল সকাল ৭.৩০৷ দ্বিতীয় ধাপের (শিফ্ট-II) পরীক্ষার জন্য পরীক্ষার হলে দুপুর ১২.৩০ -তে পৌঁছতে হবে৷ প্রথম ধাপের পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রে ৯.৩০-টার পর প্রবেশ করলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সেইসঙ্গে দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য দুপুর ২.৩০টার পর প্রবেশ করলেও একইভাবে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
আরও পড়ুন: যাদবপুর দেখে শিখল বর্ধমান, র্যাগিং রুখতে বিরাট পদক্ষেপ হস্টেল কর্তৃপক্ষের
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড
১.অফিসিয়াল ওয়েবসাইটে যান-
২.অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করুন৷
৩.অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, সিকিউরিটি পিন-সহ অন্যান্য সমস্ত তথ্য দিয়ে লগইন করুন৷
৪.সমস্ত তথ্য দেওয়ার পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন৷
৫.এবার স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাবেন৷ ডাউনলোড করে নিন এই অ্যাডমিট কার্ড৷