CISF Recruitment 2022: আবেদন পদ্ধতি
CISF-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://cisfrectt.in
লগইন-এ ক্লিক করতে হবে
নতুন পেজ খুলবে তাতে New Registration লিঙ্কে ক্লিক করতে হবে এবং নাম রেজিস্ট্রেশন করতে হবে
এবারে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক https://cisfrectt.in করে ‘ASI/Steno & HC/Ministerial-2022’ ট্যাবে ক্লিক করতে হবে
বিভিন্ন তথ্য সহ আবেদনপত্র পূরণ করে আবেদন ফি সহ জমা করতে হবে
advertisement
সাম্প্রতিক ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে
ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে
CISF Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন! অ্যাক্সিস ব্যাঙ্ক দিচ্ছে দারুন সুযোগ, ফস্কাবেন না যেন!
CISF Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
হেড কনস্টেবল (মিনিস্ট্রাল)- ৪১৮টি পদ
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) – ১২২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force) |
পদের নাম | হেড কনস্টেবল (মিনিস্ট্রাল) এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার) |
শূন্যপদের সংখ্যা | ৫৪০ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | ২৬.০৯.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৫.১০.২০২২ |
CISF Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার) পদের জন্য ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন টেস্ট নেওয়া হবে। হেড কনস্টেবলের জন্য টাইপিং টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি) এবং ডকুমেন্টেশন ভেরিফিকেশন ইত্যাদি নেওয়া হবে।
আরও পড়ুন: ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনের তরফে চাকরির বাম্পার সুযোগ! একাধিক নিয়োগ, জেনে নিন বিস্তারিত...
CISF Recruitment 2022: বেতন
হেড কনস্টেবল- পে স্কেল- ৪ (পে ম্যাট্রিক্সে ২৫,৫০০- ৮১,১০০ টাকা)
অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর- পে স্কেল- ৫ (পে ম্যাট্রিক্সে ২৯,২০০- ৯২,৩০০ টাকা)
CISF Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
CISF Recruitment 2022: বয়সসীমা
১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
CISF Recruitment 2022: আবেদন ফি
আবেদন ফি ১০০ টাকা