TRENDING:

Central Railway Teacher Recruitment 2022 || মোটা মাইনে, কেন্দ্রীয় রেলের স্কুলে শিক্ষক নিয়োগ! আজই আবেদন জমা দিন

Last Updated:

Central Railway Teacher Recruitment 2022 : ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর, ২০২২ তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি সেন্ট্রাল রেলওয়ে, ভুসাওয়াল ডিভিশন রেলওয়ে স্কুলের (Central Railway, Bhusawal Division) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পিআরটি, পিজিটি (গ্র্যাজুয়েট), পিজিটি (পোস্ট গ্র্যাজুয়েট) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সেন্ট্রাল রেলওয়ে, ভুসাওয়াল ডিভিশন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

ইন্টারভিউয়ের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর, ২০২২ তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যোগ্য প্রার্থীরা ডিআরএম অফিস ভুসাওয়ালে গিয়ে ইন্টারভিউতে অংশ নিতে পারেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে ২২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

পিজিটি

কেমিস্ট্রি- ১টি পদ

হিন্দি- ১টি পদ

ইংরেজি- ১টি পদ

ম্যাথমেটিক্স- ১টি পদ

ইকোনমিক্স- ১টি পদ

টিজিটি

সায়েন্স (ম্যাথমেটিক্স), আর্টস ইংরেজি এবং এসএসটি এবং হিন্দি- ১, ৭টি পদ

পিআরটি

মিউজিক, পিটিআই, কাউন্সেলার, আর্টস এবং ক্রাফট, ইংরেজি, ম্যাথস, মরাঠি- ৯টি পদ

advertisement

আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫০০০ শূন্যপদে নিয়োগ! আবেদন করুন এখনই

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: সেন্ট্রাল রেলওয়ে, ভুসাওয়াল ডিভিশন রেলওয়ে (Central Railway, Bhusawal Division)
পদের নাম: পিআরটি, পিজিটি (গ্র্যাজুয়েট), পিজিটি (পোস্ট গ্র্যাজুয়েট)
শূন্যপদের সংখ্যা: ২২
কাজের স্থান: ভুসাওয়াল
কাজের ধরন: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: বিশদ দেখুন
ইন্টারভিউয়ের তারিখ:  ০৪.১০.২০২২

advertisement

আবেদনের যোগ্যতা:

পিজি

NCERT-এর রিজিওনাল কলেজ থেকে কলেজ অফ এডুকেশনের দুই বছরের এমএসসি কোর্স বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। বিএড বা সমমানের যোগ্যতা থাকা বাঞ্ছনীয়। এছাড়াও প্রার্থীদের ইংরেজি ও হিন্দি ভাষায় পড়ানোর দক্ষতা থাকতে হবে।

টিজিটি

কমপক্ষে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রি এবং এলিমেন্টারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও ১ বছরের বিএড ডিগ্রি থাকতে হবে।

advertisement

আরও পড়ুন: হাইকোর্টে ৪৪৪ শূন্যপদে নিয়োগ! আবেদন করুন এখনই

বেতন:

  • পিআরটি পদে চুক্তিভিত্তিক শিক্ষকদের মাসিক কর্মের ভিত্তিতে ২৭৫০০ টাকা দেওয়া হবে।
  • পিজিটি (ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার) পদে চুক্তিভিত্তিক শিক্ষকদের মাসিক কর্মের ভিত্তিতে ২৬২৫০ টাকা দেওয়া হবে।
  • পিজিটি (পোস্ট গ্র্যাজুয়েট টিচার) পদে চুক্তিভিত্তিক শিক্ষকদের মাসিক কর্মের ভিত্তিতে ২১২৫০ টাকা দেওয়া হবে।

বেতন:

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://cr.indianrailways.gov.in/cris//uploads/files/1662704992578-Contract%20Teacher%20Notification.pdf ক্লিক করে দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি/
Central Railway Teacher Recruitment 2022 || মোটা মাইনে, কেন্দ্রীয় রেলের স্কুলে শিক্ষক নিয়োগ! আজই আবেদন জমা দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল