TRENDING:

Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির বিরাট সুযোগ! জেনে নিন

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন হল আগামী ১০ এপ্রিল, ২০২৩ তারিখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিজনেস করেসপন্ডিং কাজকর্মের জন্য বিসি সুপারভাইজার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। এই পদের জন্য অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী এবং তরুণ প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির বিরাট সুযোগ
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির বিরাট সুযোগ
advertisement

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩:

আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন হল আগামী ১০ এপ্রিল, ২০২৩ তারিখ। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: লক্ষাধিক টাকা বেতনে কলকাতায় ESIC-তে নিয়োগের দুর্দান্ত সুযোগ, হাতছাড়া করবেন না

advertisement

 শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ: প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

 আবেদন পদ্ধতি: বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদন ফর্ম পূরণ করে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে পাঠিয়ে দিতে পারেন। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নাম: বিসি সুপারভাইজার
শূন্য পদের সংখ্যা:
কাজের স্থান: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: ইতিমধ্যেই শুরু হয়েছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের শেষ তারিখ: ১০.০৪.২০২৩

advertisement

 যোগ্যতা: অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের ক্ষেত্রে: যে কোনও ব্যাঙ্ক (পিএসইউ/ আরআরবি/ প্রাইভেট ব্যাঙ্ক/ কো-অপারেটিভ ব্যাঙ্ক)-এর অবসরপ্রাপ্ত অফিসার (স্বেচ্ছাবসর গ্রহণকারী-সহ) এমনকী সিনিয়র ম্যানেজার/ সমতুল্য, তাঁরাও আবেদন করতে পারেন।সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত ক্লার্ক এবং সমতুল্য প্রার্থী, যাঁরা ভাল ট্র্যাক রেকর্ড-সহ জেএআইআইবি পাস করেছেন। সমস্ত প্রার্থীদের ন্যূনতম ৩ বছরের রুরাল ব্যাঙ্কিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

advertisement

কমবয়সী প্রার্থীদের ক্ষেত্রে: এই পদের জন্য আবেদনকারী তরুণ প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটারের (এমএস অফিস, ই-মেল, ইন্টারনেট ইত্যাদি) জ্ঞান থাকা বাঞ্ছনীয়। তবে এম.এসসি (আইটি)/ বিই (আইটি)/ এমসিএ/ এমবিএ ডিগ্রি থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: দেশজুড়ে নিয়োগ করবে IRCTC, রেলে চাকরির এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না! জানুন

বয়সসীমা: অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৬৪ বছর। এই পদে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা হবে ৬৫ বছর। আবার কমবয়সী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এই পদে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা হবে ৬০ বছর।

নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে।

নিয়োগের মেয়াদ: ১২ মাসের চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

বেতনক্রম: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন হিসেবে পাবেন ১৫০০০ টাকা থেকে ১২০০০ টাকা। সেই সঙ্গে থাকবে অন্যান্য অ্যালাওয়েন্সও।

বাংলা খবর/ খবর/চাকরি/
Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির বিরাট সুযোগ! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল