TRENDING:

BSF Tradesman Recruitment 2023: বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রায় দেড় হাজার কর্মী নিয়োগ, চাকরির জন্য আবেদন করুন

Last Updated:

BSF Tradesman Recruitment 2023: কনস্টেবল (ট্রেডসম্যান) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনস্টেবল (ট্রেডসম্যান) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
বর্ডার সিকিউরিটি ফোর্স
বর্ডার সিকিউরিটি ফোর্স
advertisement

বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৪১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

১৩৪৩টি পদ পুরুষ প্রার্থী এবং ৬৭টি পদ মহিলা প্রার্থীদের জন্য।

কবলার- ২৩টি পদ, টেইলর- ১৩টি পদ, প্লাম্বার- ২৩টি পদ, পেইন্টার- ১৭টি পদ, ইলেকট্রিশিয়ান- ১২টি পদ, পাম্প অপারেটর- ১টি পদ, ড্রটসম্যান- ৮টি পদ, আপহলস্টার- ১টি পদ, টিন স্মিথ- ১টি পদ, বুচার- ১টি পদ, কুক- ৪৮০টি পদ, ওয়াটার ক্যারিয়ার- ২৯৪টি পদ, ওয়াশার ম্যান- ১৩২টি পদ, বার্বার- ৬০টি পদ, সুইপার- ২৭৭টি পদ, ওয়েটার- ৫টি পদ, মালি- ২৬টি পদ, খোজি- ৩৬টি পদ

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা বর্ডার সিকিউরিটি ফোর্স
পদের নাম কনস্টেবল (ট্রেডসম্যান)
শূন্যপদের সংখ্যা ১৪১০
কাজের স্থান ভারত
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ তারিখ বিশদ দেখুন

advertisement

বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই থেকে ২ বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।

আরও পড়ুন: ইন্ডিয়ান আর্মিতে চাকরির জন্য আজই আবেদন করুন, বিপুল পদে নিয়োগ! জেনে নিন বয়সসীমা

বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

advertisement

১৮ থেকে ২৫ বছর।

আরও পড়ুন: ইন্ডিয়ান আর্মি-তে নিয়োগের বিজ্ঞপ্তি, দেশসেবার এমন সুযোগ বারবার আসে না

বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

বিএসএফ ওয়েবসাইটে যেতে হবে- rectt.bsf.gov.in

নাম, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি ব্যবহার করে নাম রেজিস্ট্রেশন করতে হবে

রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে 'ONLINE APPLICATION' অপশনে ক্লিক করতে হবে

advertisement

এরপর 'APPLY HERE' অপশনে গিয়ে আবেদনপত্রটি সম্পূর্ণ বিবরণ সহ পূরণ করতে হবে

সমস্ত প্রাসঙ্গিক তথ্য পূরণ করার পরে আবেদনপত্রটি জমা দিতে হবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখতে হবে

বাংলা খবর/ খবর/চাকরি/
BSF Tradesman Recruitment 2023: বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রায় দেড় হাজার কর্মী নিয়োগ, চাকরির জন্য আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল