আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮.০৬.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘এ’ (ইলেকট্রনিক্স)- ১টি পদ
টিচিং অ্যাসিস্ট্যান্ট ‘এ’- ১টি পদ
টেকনিশিয়ান ‘এ’- ২টি পদ
অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ৩)- ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম |
পদের নাম | টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘এ’ (ইলেকট্রনিক্স), টিচিং অ্যাসিস্ট্যান্ট ‘এ’, টেকনিশিয়ান ‘এ’ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ৩) |
শূন্যপদের সংখ্যা | ৫ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৮.০৬.২০২৩ |
বয়সসীমা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘এ’ (ইলেকট্রনিক্স)- সর্বোচ্চ ৩৫ বছর
টিচিং অ্যাসিস্ট্যান্ট ‘এ’- সর্বোচ্চ ৩৫ বছর
টেকনিশিয়ান ‘এ’- সর্বোচ্চ ৩৫ বছর
অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ৩)- সর্বোচ্চ ২৫ বছর
বেতন
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘এ’ (ইলেকট্রনিক্স)- ২৯২০০-৯২৩০০ টাকা
টিচিং অ্যাসিস্ট্যান্ট ‘এ’- ২৯২০০- ৯২৩০০ টাকা
টেকনিশিয়ান ‘এ’- ১৯৯০০- ৬৩২০০ টাকা
অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ৩)- ১৯৯০০- ৬৩২০০ টাকা
আরও পড়ুন: দেশে চাকরির বাজারে এগিয়ে কলকাতা, বেড়েছে কাজের সুযোগ: সমীক্ষা
আরও পড়ুন: দশম-দ্বাদশ-আইটিআই উত্তীর্ণদের জন্য চাকরির দারুণ সুযোগ, কী ভাবে আবেদন? জানুন
আবেদন ফি
আবেদন ফি ৮৮৫ টাকা। মহিলা প্রার্থী এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://www.karmasandhan.com/wp-content/uploads/BITM.pdf ক্লিক করতে পারেন।