আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এমটিএস (মহিলা)- ১০টি পদ
ল্যাব টেকনিশিয়ান- ২টি পদ
অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট- ৩টি পদ
আরও পড়ুন: ডাকসাইটে ১০ বলিউড অভিনেত্রী, জড়িয়ে গিয়েছিলেন MMS কেলেঙ্কারিতে! নাম শুনলে থ হয়ে যাবেন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়ান লিমিটেড |
পদের নাম: | এমটিএস (মহিলা), ল্যাব টেকনিশিয়ান এবং অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা: | ১৫ |
কাজের স্থান: | ভারত |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৭-১০-২০২২ |
আরও পড়ুন: এমএমএস কেলেঙ্কারিতে বলিসুন্দরীদের নাম
বয়সসীমা:
এমটিএস (মহিলা) পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ২৭ অক্টোবর, ২০২২ তারিখ অনুযায়ী বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা:
এমটিএস (মহিলা): একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন উত্তীর্ণ হতে হবে।
ল্যাব টেকনিশিয়ান: একটি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বি.এসসি. ডিগ্রি ও প্রাসঙ্গিক ক্ষেত্রে দুই কাজের বছরের অভিজ্ঞতা।
অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট: বি.এসসি. ডিগ্রি অথবা সায়েন্স বিষয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে নিম্নোক্ত যে কোনও ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে-
১) ও.টি., ২) আইসিইউ, ৩) সিএসএসডি, ৪) ম্যানিফোল্ড রুম।
আবেদন ফি:
জেনারেল/ওবিসি/প্রাক্তন সেনা ও মহিলা প্রার্থীদের ৮৮৫ টাকা আবেদন ফি দিতে হবে, অন্য দিকে এসসি/এসটি/ইডব্লুএস/পিএইচ বিভাগের প্রার্থীদের জন্য ৫৩১ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি:
বিইসিআইএল-এর রেজিস্ট্রেশন পেজে BECILREGISTRATION.COM যেতে হবে
‘NEW REGISTRATION’-এ ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে
একবার নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে, পোর্টালে লগইন করতে হবে এবং পছন্দসই পদের জন্য আবেদন করতে হবে
প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, আবেদন ফি প্রদান করতে হবে এবং ফর্ম জমা দিতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট করে নিতে পারেন
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের করে দেখতে পারেন:
প্রার্থীরা ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট করে নিতে পারেন